ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গিবসনই হচ্ছেন পেস বোলিং কোচ!

প্রকাশিত: ১১:৫০, ২০ জানুয়ারি ২০২০

 গিবসনই হচ্ছেন পেস বোলিং কোচ!

স্পোর্টস রিপোর্টার ॥ আর মাত্র দু’দিন পরই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার থেকে অনুশীলনও শুরু করেছে টি২০ দল। আপাতত এই সফরে ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। বেশ কয়েকজন কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম যাচ্ছেন না এই সফরে। এছাড়া ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি ও এ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরনও যাচ্ছেন না পাকিস্তান সফরে। আর পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত নতুন কাউকে নিয়োগ দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর পরিবর্তে এবার পাক সফরে চম্পকা রমানায়েকের যাওয়াটা প্রায় চূড়ান্ত। তবে রবিবার বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন জানিয়েছেন, বোলিং কোচ মোটামুটি চূড়ান্ত। তবে দু’য়েকদিনের মধ্যে বিসিবি তার নাম প্রকাশ করবে। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও প্রধান কোচ ওটিস গিবসন আগ্রহ প্রকাশ করার পর বিসিবির সঙ্গে আলোচনাও হয়েছে তার। ধারণা করা হচ্ছে, তিনিই পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর মাত্র দু’টি সিরিজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ল্যাঙ্গেভেল্ট। গত বছর জুলাইয়ে বিসিবি তাকে নিয়োগ করলেও ডিসেম্বরের মাঝামাঝি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) অনুরোধে ল্যাঙ্গেভেল্টকে ছেড়ে দিতে হয়। এরপর থেকেই নতুন পেস বোলিং কোচের খোঁজে আছে বিসিবি। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ও দীর্ঘদিন প্রধান কোচের দায়িত্ব পালন করা গিবসন কুমিল্লা ওয়ারিয়র্সের কোচ হয়ে এসে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার। বিষয়টি নিয়ে বিসিবির সঙ্গে আলোচনাও হয়েছে এমন দাবিও করেছিলেন গিবসন। তখন থেকে বিষয়টির অগ্রগতি জানা যায়নি। তবে বিসিবি মাঝে জানিয়েছিল, বেশ কয়েকজন আগ্রহী থাকায় বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। বুধবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। পেস বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার চম্পকা অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে এই সফরে যাবেন এমনটাই জানা গেছে। তবে শেষ পর্যন্ত স্থায়ী পেস বোলিং কোচ নিয়েই পাক সফরে যেতে পারে বাংলাদেশ দল। কারণ ইতোমধ্যেই পেস বোলিং কোচ চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। এ বিষয়ে বিসিবি সভাপতি পাপন রবিবার বলেন, ‘বোলিং কোচ মোটামুটি চূড়ান্ত। চুক্তি করার আগে নিশ্চিত করছি না, তবে মোটামুটি আমরা সবকিছু ঠিক করে ফেলেছি। ঘোষণা আজকে (রবিবার) না হলেও কাল (আজ) চলে আসবে। দলের সঙ্গে সফর করবে কিনা সেটা নিয়েই কথা হচ্ছে। নতুন বোলিং কোচ কে হবেন সেটি নিয়ে বোর্ড আনুষ্ঠানিক কিছু না জানালেও ধারণা করা হচ্ছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ গিবসনের প্রতি ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লার প্রধান কোচের দায়িত্ব পালন করেন গিবসন। সে সময়ই তিনি বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তখন বিসিবির সঙ্গে তার আলোচনাও হয়েছে। গত ১২ জানুয়ারি বোর্ড সভায় বিষয়টির সুরাহা হওয়ার কথা থাকলেও হয়নি। বিসিবি জানিয়েছিল, বেশ কয়েকজনের ব্যাপারে পর্যালোচনা করা হচ্ছে। অবশেষে পাপনের বক্তব্যের পর মনে হচ্ছে পাক সফরেই নতুন পেস বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ দল। সেদিক থেকে আপাতত গিবসনকেই পরবর্তী বোলিং কোচ হিসেবে ধারণা করা হচ্ছে। কোচ হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে ৫০ বছর বয়সী গিবসনের। ২০১২ সালে তার অধীনেই টি২০ বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন গিবসন। তবে কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। পেশাদার কোচ হিসেবে ইংল্যান্ড লায়ন্স ও জাতীয় একাডেমিতে দায়িত্ব শুরু করেছিলেন। পরে ইংল্যান্ড জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দুই মেয়াদে ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত এবং ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। মাঝে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ছিলেন ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত এবং দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ সালের আগস্ট-সেপ্টেম্বর। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে প্রোটিয়াদের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব শুরু করে গত বছর ইংল্যান্ড বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই মুহূর্তে কোচিংয়ে স্থায়ীভাবে কোথাও নিজেকে জড়াননি গিবসন। বাংলাদেশের বোলিং কোচ হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেছিলেন, ‘অবশ্যই আমি ক্রিকেট ভালবাসী ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করা ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয় আমি অবশ্যই সুযোগটি নিতে চাইব।’
×