ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, রিয়াল মাদ্রিদ ২-১ সেভিয়া, এবার ২-০ এ্যাটলেটিকো মাদ্রিদ

কাসেমিরোর জোড়া গোলে জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ১১:৪৯, ২০ জানুয়ারি ২০২০

  কাসেমিরোর জোড়া গোলে জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক সার্জিও রামোস, চলমান আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা করিম বেনজেমা, ক্লাবের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফরোয়ার্ড ইডেন হ্যাজাডর্কে ছাড়াই মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় গুরুত্বপূর্ণ এই ম্যাচে অতিথি সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে গ্যালাক্টিকোরা। শনিবার রাতে ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জয়ের নায়ক ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরো। তিনি একাই করেন দুই গোল। সেভিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন লুক ডি জং। আরেক ম্যাচে হেরেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। রেলিগেশন জোন থেকে মাত্র দুই ধাপ দূরে থাকা স্বাগতিক এইবারের কাছে দিয়াগো সিমিওনের দলের হার ২-০ গোলে। দারুণ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। ২০ ম্যাচে তাদের ভান্ডারে জমা সর্বোচ্চ ৪৩ পয়েন্ট। রবিবার রাতের ম্যাচের আগে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ছিল বার্সিলোনা। তবে ম্যাচটি জিতলে আবারও মেসি-পিকেরা উঠে আসবে শীর্ষে। ৩৫ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে তালিকার তিন ও চারে যথাক্রমে এ্যাটলেটিকো ও সেভিয়া। এখনও হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি রামোস। কিন্তু ম্যাচ শুরুর আগে সদ্য জয় করা স্প্যানিশ সুপার কাপের শিরোপা হাতে নিয়ে সান্টিয়াগোতে স্বাগতিক সমর্থকদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করেছেন রিয়াল অধিনায়ক। ম্যাচের শুরু থেকেই সেভিয়া দারুণ লড়াই করতে থাকে। তবে আক্রমণভাগে একমাত্র ডাচ ফরোয়ার্ড ডি জং ছাড়া আর কেউই খুব একটা তৎপর ছিলেন না। প্রথমার্ধে ডি জং একটি গোলও করেছিলেন। কিন্তু ভিএআর প্রযুক্তির সহায়তায় দেখা যায় তাকে মার্ক করা এডার মিলিটাওকে ফাউল করা হয়েছে। জার্সি ধরে টান দেবার অপরাধে মার্সেলোর বিরুদ্ধে পেনাল্টির আবেদনটি নাকচ হয়ে যায়। একসময় পুরো মধ্যমাঠ দখলে নিয়ে নেয় সেভিয়া। যে কারণে খুব একটা উঠে খেলতে পারছিল না রিয়াল। এমনকি দ্বিতীয়ার্ধের ১২ মিনিট পর্যন্ত রিয়ালকে আটকে রাখে সেভিয়া। অবশেষে ৫৭ মিনিটে লুকা জোভিচের ব্যাকহিল পাস থেকে কাসেমিরো গোল করে রিয়ালকে এগিয়ে দেন। তবে ৬৪ মিনিটে রাফায়েল ভারানে, কাসেমিরো ও মার্সেলো ট্যাকেল করতে ব্যর্থ হওয়ার পর মুনির আল হাদ্দাদি প্রথম প্রচেষ্টায় গোল করতে পারেননি। কিন্তু ডি জং কোন ভুল করেননি। দারুণ এক গোলে সেভিয়াকে সমতায় ফেরান। যদিও সেভিয়ার এই উৎসব খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। লুকাস ভাসকুয়েজের ক্রস থেকে কাসেমিরো ৬৯ মিনিট নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের শেষের দিকে টনি ক্রুস ব্যবধান বাড়াতে ব্যর্থ হন। ম্যাচশেষে রিয়াল কোচ জিনেদিন জিদান বলেছেন, এই জয়টা আসলেই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা শুধু তিন পয়েন্ট অর্জন না, তাদের বিরুদ্ধে জয় তুলে নেয়াটা অনেক বড় বিষয়। জোড়া গোল করা কাসেমিরোর প্রশংসা করে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা বলেন, তার কাছ থেকে দুই গোল পাওয়াটা খুবই অস্বাভাবিক। সে অসাধারণ খেলেছে। গত মৌসুমে যে কোচের অধীনে রিয়ালকে লা লিগায় ভুগতে হয়েছে সেই কোচ জুলেন লোপেটেগুইয়ের অধীনে এবার সেভিয়া দারুণভাবে নিজেদের একের পর এক প্রমাণ করে চলেছে। ইতোমধ্যেই ২০ ম্যাচের ১০টিতেই জয় তুলে নিয়ে রিয়ালের থেকে মাত্র ৮ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা এ্যাটলেটিকোর সঙ্গে সমান ৩৫ পয়েন্ট সংগ্রহ করেছে। এই আত্মবিশ্বাস নিয়েই রিয়ালের মাঠে এসেছিল সেভিয়া। কিন্তু এবার আর চমক দেখাতে পারেননি লোপেটেগুইয়ের শিষ্যরা। গত মৌসুমে বরখাস্ত হওয়ার পর এই প্রথমবারের মতো সান্টিয়াগো বার্নাব্যুতে আসেন লোপেটেগুইয়ে। মাত্র ১৩৮ দিনের মাথায় তাকে বরখাস্ত করেছিল গ্যালাক্টিকোরা। এখনও সেই স্মৃতি ভুলতে পারেননি এই স্প্যানিয়ার্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, এখানকার জয়গুলো এখনও আমি অনুভব করি।
×