ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পদকজয়ীরা পুরস্কার পাচ্ছেন আজ

প্রকাশিত: ১১:৪৬, ২০ জানুয়ারি ২০২০

পদকজয়ীরা পুরস্কার পাচ্ছেন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে গত ডিসেম্বরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে পদকজয়ীরা বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের প্রতিশ্রুত আর্থিক পুরস্কার পাচ্ছেন আজ। কুর্মিটোলা গলফ ক্লাবে সন্ধ্যায় পদকজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এসএ গেমসের ইতিহাসে এবারই সর্বোচ্চ ১৯টি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। এছাড়া ৩২টি রুপা ও ৮৫টি ব্রোঞ্জপদক জেতেন লাল সবুজের ক্রীড়াবিদরা। জানা গেছে, প্রায় তিন কোটি ৪৩ লাখ টাকার আর্থিক পুরস্কার পাচ্ছেন ক্রীড়াবিদরা। এছাড়া ক্রীড়াবিদদের আর্থিক পুরস্কারের দশভাগ অর্থ পুরস্কার পাচ্ছেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের কোচরা। যার পরিমাণ ৩৪ লাখ ৩০ হাজার টাকা। অবশ্য এই অর্থ ক্রীড়াবিদদের বরাদ্দের বাইরে আলাদা করে দিচ্ছে বিওএ। দলগত স্বর্ণজয়ী ক্রীড়াবিদদের প্রত্যেকে এক লাখ টাকা, রুপা জয়ীরা ৫০ হাজার এবং ব্রোঞ্জজয়ীরা পাবেন ৩০ হাজার টাকা করে।
×