ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রিমিয়ার লীগে টটেনহ্যাম-আর্সেনাল-ম্যানসিটির ড্রয়ের দিনে চেলসির পরাজয়

ইপিএলে জায়ান্টদের হতাশার এক রাত

প্রকাশিত: ১১:৪৫, ২০ জানুয়ারি ২০২০

 ইপিএলে জায়ান্টদের হতাশার এক রাত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে হতাশার এক রাত কাটাল শীর্ষ সারির দলগুলো। তবে টটেনহ্যাম হটস্পার, আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লেও পরাজয় এড়াতে পারেনি চেলসি। তুলনামূলক খর্বশক্তির দল নিউক্যাসল ইউনাইটেডের কাছে এদিন ১-০ গোলে হেরেছে। এছাড়া ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। দিনের অন্য ম্যাচগুলোতে আর্সেনাল ১-১ ব্যবধানে ড্র করে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে। এভারটন একই ব্যবধানে ড্র করে ওয়েস্টহ্যামের সঙ্গে। আর ওয়াটফোর্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে বাড়ি ফিরেছে টটেনহ্যাম হটস্পার। প্রিমিয়ার লীগে ৮টি ম্যাচ ছিল শনিবার। যার ফলে ব্যস্ত একদিন দেখেছে প্রিমিয়ার লীগের ভক্ত-অনুরাগীরা। এদিনই প্রথমবারের মতো ইংলিশ ফুটবলের সর্বোচ্চ ঘরোয়া আসরে নরউইচে মাঠের পাশে রাখা ভিএআর মনিটরটি ব্যবহার করা হয়েছে। বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে নরউইচ। তবে ইত্তিহাদ স্টেডিয়ামের ম্যাচটি ছিল সবচেয়ে নাটকীয়তাপূর্ণ। এদিন ছিল সিটির কোচ পেপ গার্ডিওলার ৪৯তম জন্মদিন। কিন্তু দিনটাকে স্বাগতিক সমর্থকদের উদযাপনের সুযোগ দেয়নি তার শিষ্যরা। জোড়া গোল করে দলকে জয়ের আশা দেখিয়েছিলেন সার্জিও এ্যাগুয়েরো। কিন্তু ফার্নান্দিনহোর শেষ মুহূর্তের বড় এক ভুলে আরও একবার শিরোপা ধরে রাখার মিশনে হোঁচট খেল বর্তমান চ্যাম্পিয়নরা। এর ফলে লীগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে গেছে সিটিজেনরা। ম্যাচ শেষে গার্ডিওলা বলেন, ‘ম্যাচটি বেশ কঠিন ছিল। বিশেষ করে কর্নার থেকে তাদের শটগুলো এতটাই নিখুঁত ছিল যে আমাদের কোন সুযোগই ছিল না। আমরাও অনেক সুযোগ পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত জয় নিয়ে মাঠ ছাড়তে পারিনি।’ ম্যানসিটির মতো আর্সেনালের ম্যাচটাও ছিল নিজেদের মাঠে। কিন্তু শেফিল্ড ইউনাইটেডের প্রতিরোধের মুখে জয় পায়নি তারা। এবারের লীগে আরও একবার নিজেদের দারুণভাবে প্রমাণ করেছে ব্লেডসরা। এ্যামিরেটস স্টেডিয়ামে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল মার্টিনেলি বুকায়োর সাকার ক্রস থেকে প্রথমার্ধের ৪৫ মিনিটে ডেডলক ভাঙ্গে আর্সেনাল। কিন্তু ৮৩ মিনিটে জন ফ্লেক শেফিল্ডের হয়ে সমতা ফেরালে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় আর্সেনালের। আরেক ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে টটেনহ্যামকে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ট্রয় ডিনের পেনাল্টি রুখে দেন স্পার্শ গোলরক্ষক পাওলো গাজানিগা। এরিক লামেলার শেষ মুহূর্তেও শট লাইনের ওপর থেকে ক্লিয়ার করেন ওয়াটফোর্ডের বদলি মিডফিল্ডার ইগনাসিও পুসেত্তো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংলিশ অধিনায়ক হ্যারি কেন মাঠের বাইরে থাকার পর থেকে টানা তিনটি লীগ ম্যাচে জয়বিহীন রয়েছে টটেনহ্যাম। ২৬ ডিসেম্বর থেকে চার লীগ ম্যাচে জয় না পাওয়া জোশে মরিনহোর দল চেলসির থেকে আট পয়েন্ট পিছিয়ে অষ্টম স্থানে রয়েছে। চেলসির অবস্থান এখন চার নম্বরে। তবে সেন্ট জেমস পার্কে এদিন নিউক্যাসলকে হারাতে পারলে লীগ টেবিলে তাদের অবস্থানটাকে আরও সুসংহত করতে পারত ব্লুজরা। তবে গোলটা হয়েছে ম্যাচ শেষের মাত্র ২০ সেকেন্ড আগে। ইতাস হেইডেনের হেড আটকানোর সাধ্য ছিল না চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগার। যার ফলে ১-০ ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। শেষ চার লীগের ম্যাচে এটাই চেলসির প্রথম হার। পঞ্চম স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে চেলসির পয়েন্ট ব্যবধান মাত্র ৫। টানা চার লীগ ম্যাচে জয়বিহীন নিউক্যাসলের জন্য এই জয়টা খুব প্রয়োজন ছিল। ম্যাচশেষে চেলসির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেন, ‘আমরা অনুশীলনে ফিনিশিংয়ের ওপর কোন কাজ করিনি। কিন্তু এই জায়গায় আমাদের এখনও অনেক কিছু করার বাকি আছে। আমার মনে হয় খেলোয়াড়রা আমার কাছ থেকে প্রয়োজনীয় বার্তা পেয়ে গেছে।’
×