ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:৩৭, ২০ জানুয়ারি ২০২০

 সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ গুইমারাতে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পাহাড়ী-বাঙালী হত-দরিদ্র, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার সকালে গুইমারা সেনা রিজিয়ন ও ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের যৌথ উদ্যোগে উপজেলার সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান। এ সময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, আর সরকারও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। পাহাড়ে মানুষের উন্নয়নে সেনাবাহিনী সরকারকে সহযোগিতা করছে। এ ধারা অব্যাহত থাকবে।
×