ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই ॥ আটক ৫

প্রকাশিত: ১১:৩৬, ২০ জানুয়ারি ২০২০

 পুলিশের ওপর হামলা করে আসামি  ছিনতাই ॥  আটক ৫

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ জানুয়ারি ॥ পলাশবাড়ি উপজেলার মনোহরপুর ইউনিয়নের টাকশালপাড়ায় রবিবার সকাল দশটায় প্রতারণাসহ একাধিক মামলার আসামি ফরহাদ হোসেনকে (৩৫) আটকের সময় পুলিশের ওপর হামলা করেছে তার সহযোগীরা। এতে এক এসআইসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, পলাশবাড়ির টাকশালপাড়ার মৃত খয়বর হোসেনের ছেলে ফরহাদ হোসেন প্রতারণাসহ একাধিক মামলার আসামি। ঢাকার একটি মামলায় ফরহাদকে আটকের জন্য ডিএমপির দুই পুলিশ সদস্য পলাশবাড়ি উপজেলার হরিণাবাড়ী তদন্ত কেন্দ্রের কয়েক পুলিশ সদস্যকে নিয়ে সকালে ফরহাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ফরহাদের অপকর্মের সঙ্গে জড়িত তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াসহ ফরহাদকে ছিনিয়ে পালিয়ে যায়। ওই হামলার ঘটনায় এসআই কৃষ্ণ চন্দ্র রায়, কনস্টেবল শফি ও ডিএমপির কনস্টেবল ফারুকসহ তিন পুলিশ সদস্য আহত হন। পরে আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়। অতর্কিত এই হামলার ঘটনায় হতবিহব্বল পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাটি গাইবান্ধার উর্ধতন পুলিশের কর্মকর্তাদের জানালে অতিরিক্ত পুলিশ সেখানে পাঠানো হয়। তাদের অভিযানকালে টাকশাল গ্রামের একটি বাড়ি থেকে হাতকড়াসহ ফরহাদকে আটক করা হয়। এ সময় পুলিশ ফরহাদের সহযোগী আরও চারজনকে আটক করে। আটককৃতরা হলো- সাহেব আলীর ছেলে আফসার আলী, সাইফুল ইসলামের ছেলে আউয়াল, ছাত্তারের ছেলে গনি মিয়া ও ছলিম উদ্দিনের ছেলে রফিক।
×