ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে বাস চাপায় ছাত্র নিহত ॥ বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৬, ২০ জানুয়ারি ২০২০

ফরিদপুরে বাস চাপায়  ছাত্র নিহত ॥ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ জানুয়ারি ॥ বাসের নিচে চাপা পড়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এর প্রতিবাদে এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের সামনে দুটি গতিরোধক নির্মাণের কাজ শুরু হলে এলাকাবাসী তাদের অবরোধ বিক্ষোভ কর্মসূচী প্রত্যাহার করে। রবিবার সকাল ১০টার থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে। রবিবার সকাল ১০টার দিকে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণফর মেধাবী শিক্ষার্থী ফাইম আজমল (১১) বাইসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। ওই সময় পেছন থেকে ঢাকাগামী এমএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফাইমকে ধাক্কা দিলে ফাইম মহাসড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মোঃ হাফিজুর বলেন, ফাইম আজমল বিদ্যালয়ের এক মেধাবী ছেলে। গত বছর সে পিইসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছিল। ফাইম আড়পাড়া গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। বেলা ১১টার দিকে ফাইমের মৃত্যুর খবর এলাকায় এসে পৌঁছলে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। আড়পাড়া উচ্চ বিদ্যালয় এবং পাশের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়কের উপর এসে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। এ সময় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। নওগাঁয় বাইক আরোহী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রবিবার বিকেলে মহাদেবপুরে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম সাজু (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মহাদেবপুর-পত্নীতলা সড়কের এনায়েতপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার সদর উপজেলার আউশগাড়া গ্রামের নছির উদ্দিন ম-লের পুত্র। জানা গেছে, এদিন বিকেল ৩টার দিকে বালুবাহী একটি ট্রাক মহাদেবপুরের দিকে যাচ্ছিল। এ সময় সাইফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ট্রাকটি দ্রুতগতিতে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহীতে পথচারী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, পুঠিয়ায় মহাসড়কে মহিষবাহী ভটভটির ধাক্কায় মুনসুর রহমান (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়ার শিবপুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাঁড়ি ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করছেন। তিনি জানান, নিহত মুনসুর রহমান পুঠিয়া থানার বিড়ালদহ পশ্চিমপাড়া এলাকার তারু মন্ডলের ছেলে। পটিয়ায় পথচারী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, কর্ণফুলী উপজেলার ওয়াই জংশন এলাকায় ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আবদুস ছত্তার (৫৫)। সে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর বৈরাগ ইউনিয়নের মৃত বাদশা মিয়ার পুত্র বলে জানা যায়। রবিবার বিকেল সোয়া ৩টায় ওয়াই জংশন এলাকার ফয়সল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বগুড়ায় ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, রবিবার সকালে বগুড়া-নওগাঁ সড়কে কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তিনি একজন ব্যবসায়ী। তার বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল এলাকায়। পুলিশ জানায়, রুবেল সকালে দুপচাঁচিয়া এলাকা থেকে বগুড়ার দিকে আসছিলেন। পথে সকাল ৮টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়ন এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন ঘটনাস্থলেই মারা যান। আমতলীতে শিশু নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী-কুয়াকাটা মহাসড়কের খলিয়ানে এমএসবি ব্রিকসের শ্রমিক মনজু ফরাজীর পাঁচ বছরের শিশু পুত্র আমিনুর সৌদিয়া পরিবহনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার বিকেল তিনটার দিকে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে কিন্তু চালক ও হেল্পপার পালিয়ে গেছে। জানা গেছে, আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমতলী খলিয়ানে রবিবার বিকেল ৩টার দিকে এমএসবি ইটভাঁটির নারী শ্রমিক আমেনা বেগম ও তার শিশু পুত্র আমিনুরকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন মুহূর্তে বেপরোয়া গতির চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহন (চট্টমেট্রো-ব-১১-০৭৪৯) শিশুটিকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু আমিনুর গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন। নিহত শিশুটির বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কাপালির হাট গ্রামে। শিশুটির বাবা মনজু ফরাজী ও মা আমেনা বেগম আমতলীর এমএসবি ইটভাঁটিয় শ্রমিকের কাজ করছেন। দিনাজপুরে ভ্যানচালক স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কের চিরিরবন্দরে ট্রাক্টরের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৭) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে। রবিবার সকালে দিনাজপুর-পার্বতীপুর সড়কের হাজির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের সুকদেবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, ভ্যানচালক সিরাজুল ইসলাম ভ্যান নিয়ে চিরিরবন্দর উপজেলার বেলতলি মোড়ে যাচ্ছিল। পথে হাজির মোড় এলাকার তেল পাম্পের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি ইট ভর্তি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×