ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

একুশে গ্রন্থমেলার উদ্বোধন ২ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:১৭, ২০ জানুয়ারি ২০২০

 একুশে গ্রন্থমেলার  উদ্বোধন  ২ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হওয়ার কথা ছিল। তবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে বরাবরের মতো বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে না। নির্বাচনের কারণে একদিন পিছিয়ে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হবে। ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অমর একুশে গ্রন্থমেলা একদিন পেছানোর তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির পরিচালক ও মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ। তিনি জনকণ্ঠকে বলেন, ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে গ্রন্থমেলার শুরুর তারিখ একদিন পিছিয়েছে। তাই ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাংলা একাডেমিকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২ ফেব্রুয়ারি বিকেল ৩টায় একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি থেকে প্রকাশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তৃতীয় বই ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন। গ্রন্থটির সম্পাদনা করেছেন শেখ হাসিনা। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকে। ২০১৯ সালের চেয়ে বিস্তৃত পরিসরে অনুষ্ঠিত হবে মুজিববর্ষের বইমেলা। বর্ধিত পরিসরের এবার মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে সাড়ে ৭ লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হবে গ্রন্থমেলা। এই প্রথমবারের মতো লিটল ম্যাগ কর্নার বাংলার একাডেমি আঙিনার পরিবর্তে ঠাঁই পাবে সোহরাওয়ার্দী উদ্যানে। গতবারের ২৩টি প্যাভিলিয়নকে ছাপিয়ে এবারে প্যাভিলিয়নের সংখ্যা হবে ৩৪টি। এবারের মেলায় গতবারের তুলনায় ৪০টি নতুন প্রকাশনা সংস্থা বেড়েছে। ৪ ইউনিটের স্টল থাকবে ২৫টি, তিন ইউনিটের ৪৭টি, দুই ইউনিটের ৯৬টি ও এক ইউনিটের ২১৭টি। ইতোমধ্যে লটারির মাধ্যমে প্রকাশনা সংস্থাসমূহের মালিকদের স্টল বুঝিয়ে দেয়া দেয়া হয়েছে। এখন চলছে স্টল বিন্যাসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে মূল থিম ধরেই সাজানো হয়েছে পুরো গ্রন্থমেলার সকল আয়োজন। স্থপতি এনামুল করিম নির্ঝরের নক্সাতে বিন্যস্ত হবে ২০২০ সালের গ্রন্থমেলা। প্রতিদিনের মেলা মঞ্চের আলোচনাসহ মেলার বিন্যাসে ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। মুজিববর্ষ উপলক্ষে জাতির জনককে নিয়ে রচিত ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশ করবে মেলার আয়োজক বাংলা একাডেমি। ২০২০ থেকে ২০২২ সালের বইমেলা পর্যন্ত পর্যায়ক্রমে প্রকাশিত হবে এসব গ্রন্থ। এর মধ্যে ২০২০ সালের গ্রন্থমেলার উদ্বোধনী দিনে প্রকাশিত হবে ‘আমার দেখা নয়া চীন’সহ ত্রিশটি বই।
×