ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের আন্তর্জাতিক উৎসবে ‘শনিবার বিকেল’

প্রকাশিত: ০৮:২৫, ২০ জানুয়ারি ২০২০

 ফ্রান্সের আন্তর্জাতিক উৎসবে  ‘শনিবার বিকেল’

স্টাফ রিপোর্টার ॥ গত বছর ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে দেখানো হয় মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’। এটি এবার দেখানো হবে ফ্রান্সের ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। ফিচার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে ‘শনিবার বিকেল’। এই বিভাগে লড়াই করবে বিভিন্ন দেশের মোট নয়টি চলচ্চিত্র। উৎসব আয়োজকের তথ্য অনুযায়ী ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ভেসোলের ম্যাজেস্টিক থিয়েটারে দেখানো হবে ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি। ২৬তম ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ১১ ফেব্রুয়ারি। উৎসব শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। বর্তমানে ‘নো ল্যান্ডসম্যান’ সিনেমার শেষ দফায় শূটিং করতে মুম্বাই অবস্থান করছেন ফারুকী। সেখানে শূটিংয়ে অংশ নেবেন ভারতের মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিনসহ চলচ্চিত্রের অন্য কলাকুশলীরা। প্রসঙ্গত বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’। বাংলা ভাষা ছাড়াও ইংরেজী ভাষাতেও হয়েছে ডাবিং। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা, ইরেশ যাকের এবং ফিলিস্তিনী অভিনেতা ইয়াদ হুরানি।
×