ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় নারায়ণ কর্মকারের একক সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৮:২৫, ২০ জানুয়ারি ২০২০

 নেত্রকোনায় নারায়ণ কর্মকারের  একক সঙ্গীতসন্ধ্যা

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদ কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় সঙ্গীতশিল্পী নারায়ণ কর্মকারের একক সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উদীচীর ‘মাসিক সঙ্গীতের আসর’ কর্মসূচীর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানটি দিয়ে নারায়ণ কর্মকার তার পরিবেশনা শুরু করেন। দু’ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে তিনি মোট ১৮টি গান পরিবেশন করেন। এরমধ্যে ছিল রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, হারানো দিনের গান, গজল ও লোকসঙ্গীত। অনুষ্ঠানের শুরুতে নারায়ণ কর্মকারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন তমা রায়। মাসুদুর রহমান খান ও রাজন ভদ্রের পরিচালনায় গানের ফাঁকে ফাঁকে নারায়ণ কর্মকারের সঙ্গীতজীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উদীচীর জেলা সংসদের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক অসিত ঘোষ, ওস্তাদ নিখিল সরকার, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমি ও ইসহাক খান প্রমুখ। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন, বাঁশিতে মুখলেছুর রহমান, কীবোর্ডে অসিত ঘোষ, তবলায় সুব্রত রায় টিটু, অক্টোপ্যাডে রুপম এবং গিটারে ইমরান। নারায়ণ কর্মকার দীর্ঘ ৪০ বছর ধরে সঙ্গীত সাধনা করছেন। তিনি শৈশবে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ গোপাল দত্ত, নিখিল সরকার এবং রফিক মাহমুদের কাছে সঙ্গীতের তালিম গ্রহণ করেন। বর্তমানে তিনি উদীচীর নেত্রকোনা জেলা সংসদের কার্যকরী কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
×