ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিরলেন মাহিন!

প্রকাশিত: ০৮:২৪, ২০ জানুয়ারি ২০২০

 ফিরলেন মাহিন!

সংস্কৃতি ডেস্ক ॥ মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা মাহিন সাবিন রাফী পুটুশী। ছোট বেলা থেকেই নাচ, গান আর অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত মাহিন। তিনি সালাহ উদ্দিন সুজনের কাছে নাচ শিখেছেন আর মনোঞ্জন দাসের কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। প্রায় এক দশক আগে নাগরিক নাট্যাঙ্গনের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে অভিনয়ে তার পথচলাটা শুরু। এই দলের হয়ে ‘শামুক কাল’ নাটকে অভিনয় করেন। পাশাপাশি এক সময় মোহনা টিভি, এটিএনবাংলা, জিটিভিতে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনা করে উপস্থাপক হিসেবেও প্রশংসিত হোন। সিলেটের মেয়ে গত ২০১৫ সালে উচ্চতর শিক্ষার জন্য বাবার কর্মস্থল প্যারিসে চলে যান। সেখানে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত আছেন। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই প্যারিসে ‘বর্ডার লাইন’ শিরোনামের একটি চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। সাত্তার আলী সুমনের প্রযোজনায় সাংবাদিক নয়ন মামুনের পরিচালনায় চলচ্চিত্রটি নির্মিত হতে যাচ্ছে। মাহিন অভিনীত এশিয়ান টিভিতে প্রচারিত দেবাশীষ চক্রবর্তী পরিচালিত ‘তুই যে আমার’ ধারাবাহিকটি বেশ আলোচিত হয়েছিল। এতে তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। আবার শ্যামল মাওলার বিপরীতে তাজু কামরুলের নির্দেশনায় ‘সংকল্প’ নামক আর্ট ফিল্মেও মাহিনের অভিনয় বেশ প্রশংসিত হয়। এদিকে গত ১৮ জানুয়ারি দেশে ফিরেছেন এই নায়িকা। দেশে ফিরে তিনি বলেন, ১৯ জানুয়ারি আমার জন্মদিন ছিল। নিজের জন্মদিনটা প্রিয় দেশে সবার সঙ্গে করতেই একটু আগেই চলে এসেছি। আমি এবার দু’মাস দেশে থাকব। এরমধ্যে কিছু কাজও করব। আশা করছি আবারও দর্শকদের ভালবাসায় সিক্ত হতে পারব আমি। সবার কাছে আমি দোয়া ও আশির্বাদ কামনা করি।
×