ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারি নিহত

প্রকাশিত: ০৮:১৯, ২০ জানুয়ারি ২০২০

  টেকনাফে বন্দুকযুদ্ধে  রোহিঙ্গা মাদক  কারবারি  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল ইয়াবা শনিবার রাতে নাফনদীর লালদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারি আয়াস উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের ব্লক-ডি-৪ এর আশ্রিত মোঃ জামাল হোসনের পুত্র। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জাদিমোরা সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শিকল ঘেরা এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পরে নাফ নদীর লালদ্বীপ হয়ে একটি নৌকায় কয়েকজন লোক বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এমন সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে নৌকা থেকে বিজিবি সদস্যদের ওপর গুলি করতে থাকে। বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার ইয়াবা, নৌকা, একটি দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ মাদক কারবারিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×