ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষয় কোড অন্তর্ভুক্তি চেয়ে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৮:১৯, ২০ জানুয়ারি ২০২০

 বিষয় কোড অন্তর্ভুক্তি চেয়ে রাবিতে  মানববন্ধন

রাবি সংবাদদাতা ॥ বাংলাদেশ সরকারী কর্মকমিশনে (পিএসসি) বিষয় কোড অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স এ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে এই কর্মসূচী পালন করা হয়। এ সময় বিভাগ বিষয় কোড না দেয়া পর্যন্ত ক্লাস বর্জন ও অবস্থান ধর্ম ঘটের ঘোষণা দেয় বিভাগের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের বিভাগের শিক্ষকরা দীর্ঘদিন যাবত পিএসসি-তে যোগাযোগ করলেও এখনও কোন কোড দেয়া হয়নি। বিভাগ প্রতিষ্ঠার ২৪ বছরেও যদি আমাদের বিষয়ের নির্দিষ্ট কোড না থাকে তাহলে এর চেয়ে আর কিছু কষ্টের হতে পারে না। আমরা আমাদের বিষয় কোড চাই। আমাদের পরিচয় চাই। অতিসত্ত্বর কোড না দেয়া হলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে। আমাদের যেন আর ভাইভা বোর্ডে বিব্রত না হতে হয় এ বিষয় কোডের জন্য। বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রহুল কুদ্দুসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থী মদিনা খাতুন, লিজা খাতুন, জিমরান সাকিব, আমানুল্লাহ আমান প্রমুখ।
×