ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ০৮:১৯, ২০ জানুয়ারি ২০২০

 বাঁশখালীতে জমি  নিয়ে সংঘর্ষে  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৯ জানুয়ারি ॥ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পূর্ব মিনজিরীতলায় জায়গাজমির বিরোধ কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল ৯টার দিকে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। জানা যায়, পূর্ব মিনজিরীতলা গ্রামের আইম্মারপাড়ার নজির আহমদের পুত্র নন্না মিয়া ও মৃত ফকির মোহাম্মদের পুত্র বশরত আলীর সঙ্গে একই ইউপির কাহারঘোনা গ্রামের আমির হামজার পুত্র মোঃ ভেট্টা ও মৌলভী আনোয়ারের পুত্র মৌলভী ইদ্রিসের ৭ গ-া বা ১৪ শতক জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ মীমাংসার লক্ষ্যে বাঁশখালী থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারাধীন রয়েছে। রবিবার সকালে বিরোধীয় জায়গার ওপর মৌলভী ইদ্রিস ও মোঃ ভেট্টা গং জোরপূর্বক ঘর নির্মাণের কাজ চালাচ্ছিল। এ সময় স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার প্রস্তাব নিয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রহিম ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষ মৌলভী ইদ্রিস ও মোঃ ভেট্টা গং তাদের উপেক্ষা করে প্রতিপক্ষের ওপরে হামলা চালায়। এ সময় সংঘর্ষে আহতরা হলেন- রোকেয়া বেগম (৫৫), পারভিন আক্তার (২৯), জাকের হোসেন (২৮), আবদুর রহিম (৫৫), মাহামুদুল ইসলাম (৩২), বাবুল (৪৪), বদি আলম (৪২), হেলাল উদ্দিন (২৪), ছকুনতাজ বেগম (৪২), ফাতেমা বেগম (৩৭), নুরুল ইসলাম (৬৫), মৌলভী ইদ্রিস (৫২), সৈয়দ নুর (৪৫), আবুল হোসেন (২২)। আহতরা বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করলেও আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করেছেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক।
×