ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশ পরিদর্শক বদলি, এসআই প্রত্যাহার

প্রকাশিত: ০৮:১৬, ২০ জানুয়ারি ২০২০

 পুলিশ পরিদর্শক  বদলি, এসআই  প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৯ জানুয়ারি ॥ ভৈরবে ঘুষের বিনিময়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেয়ার অভিযোগে ভৈরববাজার শহর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ সেলিমকে কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার কাটখাল ফাঁড়িতে বদলি করা হয়। শনিবার রাতে কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে তার বদলির আদেশ দেয়া হয়। তবে তিনি এখনও ভৈরবের কর্মস্থলে আছেন। একই অভিযোগে শহর ফাঁড়ির এসআই আরিফুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন জানান, শনিবার রাতে বদলির আদেশটি হলেও আমার হাতে চিঠি পৌঁছেনি। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম) তার বদলির খবরটি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন। এর আগে একই ঘটনায় ভৈরব পুলিশ ফাঁড়ির এ এসআই আরিফকে গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। গত ১১ নবেম্বর রাত আড়াইটায় ভৈরব বাজার পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ সেলিম ও এএসআই আরিফ শহরের পঞ্চবটি এলাকার পুকুরপাড়ের মাদকের ২৭ মামলার আসামি সুমি বেগম ও মাই¹্যা আলমকে আটক করে। তাদের সঙ্গে কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দিয়ে আসে। তবে মাদক সুমি সাংবাদিকদের জানায়, ৫০ হাজার টাকা দেয়ায় ছেড়ে দেয়। খবরটি পরদিন মিডিয়াই প্রকাশ হলে পুলিশ সুপার এক সদস্যর তদন্ত টিম ঘটন করেন। এদিকে মাদক কারবারিদের অভিযোগে দুই পুলিশ অফিসার প্রত্যাহারের খবরে ভৈরবে মাদক কারবারিরা মিষ্টি মুখ করে। তবে সচেতন সমাজ বলছে, এতে মাদক কারবারিরা আরও বেপোরোয়া হয়ে যাবে।
×