ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনকাট ছাড়পত্র পেল ‘গণ্ডি’

প্রকাশিত: ১২:০৮, ১৯ জানুয়ারি ২০২০

আনকাট ছাড়পত্র পেল ‘গণ্ডি’

স্টাফ রিপোর্টার ॥ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে ফাখরুল আরেফিন খান পরিচালিত চলচ্চিত্র ‘গণ্ডি’। বৃহষ্পতিবার চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পায় বলে জানিয়েছেন পরিচালক। তিনি বলেন, চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পাওয়ায় সবাই আনন্দিত। সম্প্রতি সেন্সরবোর্ড সদস্যরা চলচ্চিত্রটি দেখার পর সবাই বেশ প্রশংসা করেছেন এবং আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছেন। ফলে এখন এর মুক্তি প্রক্রিয়ায় আর কোন বাধা থাকল না। ‘বেশ কিছুদিন আগে এ চলচ্চিত্রের কাজ শেষ করেছি। দৃশ্য ধারণের শুরু থেকে এটাকে পর্দায় দেখার জন্য অনেক দর্শক আমাকে ফোন করেছেন। চলচ্চিত্রটি নিয়ে অনেক আশাবাদী, বাকিটুকু দর্শকের হাতে ছেড়ে দিয়েছি’ নিজের পরিচালিত ‘গ-ি’ চলচ্চিত্র নিয়ে একথা বলেন পরিচালক ফাখরুল আরেফিন খান। চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে তিনি জনকণ্ঠকে বলেন, রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনী এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পূরুষের বন্ধুত্বের গল্প নিয়ে। অবসরে থাকা দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রে। চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। তিনি বলেন, গত বৃহস্পতিবার অন লাইনে চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের জন্য আবেদন করি। রবিবার এর হার্ড কপি জমা দিয়েছি। সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেই মুক্তির দিনক্ষণ চূড়ান্ত করব। এ জন্য বেশি সময় নেব না। আমাদের ইচ্ছা ফেব্রুয়ারির প্রধম সপ্তাহে মুক্তি দেয়ার। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জী প্রমুখ। গড়াই ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রের আবহসঙ্গীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।
×