ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিজয় উল্লাস

প্রকাশিত: ১২:০৪, ১৯ জানুয়ারি ২০২০

রাজশাহীতে বিজয় উল্লাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শুক্রবার রাত থেকেই আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহী। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ রানের রেকর্ড জয়ের মধ্যে দিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পাওয়ায় এ আনন্দ। খুলনার স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার পর থেকে উচ্ছ্বাস আর উল্লাসে রাতেই রাস্তায় নেমে পড়ে রাজশাহীর ক্রিকেটপ্রেমীরা। খেলা শুরুর পর থেকেই জয়ের খবরের বার্তা যেন আগেই পৌঁছে গিয়েছিল রাজশাহীবাসীর কাছে। তাই তো জয়ের আগেই শুরু হয় আতশবাজি। বিভিন্ন এলাকা ও পাড়া-মহল্লায় পটকা ফাটিয়ে ও বাঁধভাঙ্গা উচ্ছ্বাস প্রকাশ করে ক্রিকেটপ্রেমী তরুণ প্রজন্ম। শেষ ওভারের যেন প্রতিটি বলেই ‘হুঁই’ করে চেঁচিয়ে ওঠে সবাই। নিশ্চিত জয় জেনে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়ে সবাই। রাজশাহী রয়্যালসের অগণিত সমর্থক খ- খ- মিছিল নিয়ে শহরের শহীদ কামারুজ্জামান চত্বর, নিউমার্কেট, রাণীবাজার, গণকপাড়া হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে মূল আনন্দ মিছিলে যুক্ত হয়। বিজয় মিছিলটি এখান থেকে শুরু হয়ে কুমারপাড়া ও আলুপট্টি স্বাধীনতা চত্বরসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জয়ের পরপরই রাজশাহীর রাজপথে শুরু হয় বিজয় উল্লাস, মোড়ে মোড়ে সাধারণ মানুষ নেমে আসে বিভিন্নভাবে তারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে। এ সময় রাজশাহী রয়্যালস, রাজশাহী রয়্যালস ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে আশপাশের এলাকা। সমর্থকরা ঢোল, ড্রাম, বাঁশি বাজিয়ে রাজশাহী রয়্যালসকে অভিনন্দন জানান। বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল শুরু স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার থেকে পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে বঙ্গবন্ধু জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ’-এর খেলা। প্রথমদিনের খেলায় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা ১৮-১৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে, পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা ২৯-২০ গোলে দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থাকে, বাংলাদেশ আনসার ২৫-৩ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে, বিজেএমসি ৩৪-২ গোলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থাকে, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৪৪-৫ গোলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থাকে, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা ১৫-১০ গোলে গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলি মিয়া প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বঙ্গবন্ধু ভলিবল স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু পপুলার প্রিমিয়ার বিভাগ ভলিবল লীগের খেলা জাতীয় ভলিবল স্টেডিয়ামে চলছে। শনিবারের খেলায় বাংলাদেশ আনসার ৩-০ সেটে আজাদ স্পোর্টিং ক্লাবকে এবং বাংলাদেশ জেল একই ব্যবধানে ঢাকা সবুজ ক্লাবকে হারায়।
×