ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ফয়সালার লড়াই

প্রকাশিত: ১২:০২, ১৯ জানুয়ারি ২০২০

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ফয়সালার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে দ্বৈরথ। মুম্বাইয়ে ১০ উইকেটের দাপুটে জয়ে এগিয়ে গিয়েছিল সফরকারী অসিরা। রাজকোটে পরশু হাই-স্কোরিং ম্যাচে ৩৬ রানের দারুণ জয়ে ১-১এ সমতায় ফিরেছে বিরাট কোহলির ভারত। ব্যাঙ্গালুরুতে সিরিজ ফয়সালার তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুলÑ সিরিজ শুরুর আগে তিন ওপেনারের দুরন্ত ফর্ম নিয়ে মধুর সমস্যার কথা জানিয়েছিলেন অধিনায়ক কোহলি। অথচ সেখানেই এখন মাথাব্যথার কারণ। একই সঙ্গে ইনজুরিতে পড়েছেন ধাওয়ান ও রোহিত, ইনজুরিতে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থও নেই। তবে শেষ তিন ম্যাচে ভিন্ন তিনটি পজিশনে দারুণ সফল রাহুল। অন্যদিকে রাজকোটে হার সত্ত্বেও আজ ম্যাচ ও সিরিজ জিততে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া অধিনায়ক এ্যারন ফিঞ্চ। স্টিভেন স্মিথ ও আলোচিত মার্নাস লাবুশেন রান পেয়েছেন। তিন বিভাগেই জ্বলে উঠে গতবারের মতো ভারতের মাটিতে সিরিজ জিততে মরিয়া ফিঞ্চ এ্যান্ড কোং। প্রথম ম্যাচেই মাথায় আঘাত পাওয়ায় পরশু খেলতে পারেননি পন্থ। তার পরিবর্তে এদিন উইকেটকিপিং করেন রাহুল। উইকেটের সামনে-পেছনে তার নৈপুণ্য ছিল দুর্দান্ত। পাঁচ নম্বরে নেমে মাত্র ৫২ বলে ৮০ রান করার পর উইকেটের পেছনে একটি স্টাম্পিং, দুটি ক্যাচÑ সিরিজে সমতা ফেরানোর ম্যাচে ম্যাচসেরা রাহুল। ভারতের ৬ উইকেটে ৩৪০ রানের বড় রূপকার অবশ্য রোহিত (৪২) এবং ধাওয়ান (৯৬)। অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে ৭৮ রান। প্যাট কামিন্সের বলে পাঁজরে চোট পেয়েছেন ইনফর্ম ধাওয়ান। আর ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে বাঁ কাধে চোট পেয়েছেন রোহিত, ‘রোহিতের সঙ্গে আমার সামান্য কথা হয়েছে। ওই কাঁধটাতেই ও আগে কয়েকবার চোট পেয়েছিল। জানি না কি হয়। আশা করছি ব্যাঙ্গালুরুর গুরুত্বপূর্ণ ম্যাচে ওকে পাওয়া যাবে’ বলেন কোহলি। তবে ধাওয়ানের চোট গুরুতর নয়। ন্যাটা ওপেনার আজ খেলবেন বলেই ধারণা করা হচ্ছে। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক রাহুল বলেন, ‘কিপিংটা আমি উপভোগ করছি। আর দলের প্রয়োজনে যে কোন পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত। এতে আমার খুব একটা সমস্যা নেই।’ অস্ট্রেলিয়া যে অদম্য, হারার আগে হেরে যেতে রাজি নয়, দুটি ম্যাচেই সেটি দেখা গেছে। এদিন ৩৪০ রান টপকাতে গিয়ে সমানে পাল্লা দিয়ে এগোচ্ছিল সফরকারীরা। স্টিভেন স্মিথ ৯৮ আর মার্নাস লাবুশেন আউট হন ৪৬ রান করেন। দু’জন যখন ব্যাটিং করছিলেন তখন চিন্তার ভাঁজ ছিল কোহলির কপালে। প্রথম ম্যাচে ১০ উইকেটের জয় পাওয়ায় অভিষিক্ত লাবুশেনকে ব্যাটিংয়ে নামতে হয়নি। এদিন ৪৭ বলে ৪ চারে করেন ৪৬ রান। গত বছর টেস্টে অবিশ্বাস্য ব্যাটিং করে প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেয়েছেন তিনি। অধিনায়ক ফিঞ্চ বলেন, ‘আমাদের বোলিংটা প্রত্যাশা মতো হয়নি। আরও কিছু রান কম হতে পারত। সিরিজ নির্ধারণী ম্যাচে আরও নিয়ন্ত্রিত বোলিং করতে হবে। তবে স্মিথ আর মার্নাস কিন্তু চমৎকার ব্যাটিং করেছে। এ্যালেক্স ক্যারি (১৮), এ্যাস্টন টার্নার (১৩), এ্যাস্টন এ্যাগার (২৫) ভাল শুরু করে ইনিংস বড় করতে পারেনি। এসব জায়গা থেকে শিক্ষা নিয়ে ব্যাঙ্গালুরুতে সেটা কাজে লাগাতে হবে। আমাদের লক্ষ্য একটাই, ম্যাচ এবং সিরিজ জয়।’ তবে ভারতকে হারাতে সামর্থ্যরে সর্বোচ্চটা নিংড়ে দিতে হবে বলেই মনে করেন ফিঞ্চ। গত বছর এই ভারতে এসে ভারতকে হারিয়ে দিয়েছিল এ্যারন ফিঞ্চের দল। তাও আবার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো তুখোড় দুই পারফর্মারকে ছাড়াই। সেই স্মৃতি সফরকারীদের আত্মবিশ্বাসী করছে। বিশ্বকাপের ঠিক আগে গত ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে দুই ম্যাচের টি২০তে প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার পর পাঁচ ওয়ানডের সিরিজটা অস্ট্রেলিয়া জিতেছিল ৩-২ ব্যবধানে। আর ঘরের মাটিতে দুর্বার ভারত সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়েছে তাদের নিয়মিত অনেক ক্রিকেটারকে ছাড়াই। পুরোপুরি ফিট জাসপ্রিত বুমরাহ এবার দলে ফিরেছেন। আছেন মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা।
×