ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর ৫৭ দিন

প্রকাশিত: ১১:১৭, ১৯ জানুয়ারি ২০২০

আর ৫৭ দিন

স্টাফ রিপোর্টার ॥ জন্মশতবর্ষে বাঙালীর অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে আলাদা করে শ্রদ্ধা ভালবাসা জানানো হবে। অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কৃতজ্ঞ জাতি। ক্রমেই ঘনিয়ে আসছে সময়। আগামী ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, আর ৫৭ দিন পর মুজিববর্ষের আনুষ্ঠানিক সূচনা হবে। এখন চলছে ক্ষণগণনা। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বসানো ডিজিটাল ঘড়িতে সবার চোখ। আসা-যাওয়ার পথে পথচারীরাও হিসাবটা মিলিয়ে নিচ্ছেন। মহান নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এখন চলছে জোর প্রস্তুতি। দেশের মতো বিদেশেও একযোগে মুজিবর্ষ উদ্যাপন করা হবে। সে লক্ষ্যে ইউনেস্কোতে শেখ মুজিবুর রহমানের নামে বিশেষ পুরস্কার প্রবর্তন করা হবে। ব্রিটিশ মিউজিয়ামে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শভিত্তিক চিত্রকর্ম এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। ইউনিভার্সিটি অব ক্যামব্রিজে বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করা হবে। লন্ডনে মাদাম তুসো জাদুঘর এবং জাতিসংঘ সদর দফতরে বাঙালী নেতার ভাস্কর্য স্থাপনের পক্ষে কাজ করা হবে। ইউনিভার্সিটি অব লন্ডন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ বিদেশে আরও পাঁচটি বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের উদ্যোগ নেয়া হবে। এমনও আরও গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়ে সরকারী ও বেসরকারীভাবে কাজ করা হচ্ছে বলে জানা যাচ্ছে। সব ঠিক থাকলে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বাঙালী নেতা সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
×