ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রহস্যজনক চীনা ভাইরাসে আক্রান্ত প্রায় ২ হাজার

প্রকাশিত: ১১:১৭, ১৯ জানুয়ারি ২০২০

রহস্যজনক চীনা ভাইরাসে আক্রান্ত প্রায় ২ হাজার

চীনে এক রহস্যজনক সারস (এসএআরএস)-ধরনের ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজার হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। প্রাথমিকভাবে আক্রান্তের সংখ্যা ৫০ জনেরও কম বলে ধারণা করা হয়েছিল। ইতোমধ্যে এর সংক্রমণে দুই জনের মৃত্যু হয়েছে। আল জাজিরা ও বিবিসি। রহস্যময় ভাইরাসটিতে আরও চার জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছে উহান মিউনিসিপ্যাল হেলথ কমিশন। এর আগে চীনা কর্তৃপক্ষ জানিয়েছিল, ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা অন্তত ৪১। মূলত হুবেই প্রদেশের উহান শহরেই মহামারী আকার ধারণ করেছে এর বিস্তার। জাপান জানিয়েছে, তারাও চীনা ভাইরাসটির সংক্রমণ ধরতে পেরেছে। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে বলে বলে আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার লন্ডনের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকসিয়াস ডিজিজ এনালাইসিস এ্যাট ইমপেরিয়াল কলেজের গবেষকরা ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা নিয়ে নতুন তথ্য দেন। বলেন, উহানে আক্রান্তের সংখ্যা এক হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংশ্লিষ্ট কেন্দ্রটি জানায়, ১২ জানুয়ারি পর্যন্ত উহানে রহস্যজনক ভাইরাসটিতে আক্রান্তের আনুমানিক সংখ্যা ১ হাজার ৭২৩ জন। গবেষকরা চীনের বাইরে ভাইরাসটির বিস্তারের খোঁজও জারি রেখেছেন। এখন পর্যন্ত জাপানে একজন ও থাইল্যান্ডে দুই জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন তথ্য নিয়ে কাজ করা গবেষকদের এক অধ্যাপক নিল ফারগুসন। তিনি বলেন, উহান থেকে ফ্লাইটে করে বিদেশে তিনটি ভাইরাস বাইরে যাওয়ার মানে হচ্ছে, আদতে যতটা জানা গেছে ভাইরাসটির বিস্্তার তার চেয়ে আর বেশি। আমি এক সপ্তাহ আগে এটা নিয়ে যতটা না উদ্বিগ্ন ছিলাম, এখন নিশ্চিতভাবেই তার চেয়ে বেশি উদ্বিগ্ন। প্রসঙ্গত, ২০০২-২০০৩ সালের দিকে চীন থেকে সিভিয়ার এ্যাকিউট রেসপাইরটি সিনড্রোম (সারস) নামের প্রাণঘাতী এক ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এতে প্রাণ হারায় ৭০০’র বেশি মানুষ। তাই নতুন এই নিউমোনিয়া নিয়েও বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সিঙ্গাপুর ও হংকংয়ে চীন থেকে যাওয়া ভ্রমণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
×