ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সঞ্চয় সপ্তাহ শুরু

প্রকাশিত: ০৯:৪০, ১৯ জানুয়ারি ২০২০

বগুড়ায় সঞ্চয় সপ্তাহ শুরু

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সঞ্চয়পত্র বিনিয়োগে উত্তরাঞ্চলের ১৬ জেলার মধ্যে বগুড়া জেলা চলতি বছরেও এগিয়ে চলার ধারাবাহিকতায় শনিবার সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে বগুড়ায় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। র‌্যালিতে জেলার পদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করে। বগুড়া জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক হোসনে আরা বেগম বলেন, সঞ্চয় সপ্তাহ পরিচালনার লক্ষ্যে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি গ্রুপ গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক। তিনি জানান, চলতি অর্থবছরে (২০১৯-২০) বগুড়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩১ কোটি টাকা। গত অর্থবছরে ১৫৯ কোটি টাকা টার্গেটের বিপরীতে অর্জিত বিনিয়োগ হয় প্রায় ২৮৮ কোটি টাকা। আশা করা হয়েছে এবারও লক্ষ্যমাত্রার অতিরিক্তি অর্জিত হবে। কালো টাকার বিনিয়োগ ঠেকাতে জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এক লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর সনদ ও এমআইসিআর চেকের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
×