ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় যুবক হত্যা মামলায় গ্রেফতার ৩

প্রকাশিত: ০৯:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

ফতুল্লায় যুবক হত্যা মামলায় গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুর রহিম (৩০) হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। এরা হলো- সাদ্দাম হোসেন আসিফ (২৯), তার মা রাজিয়া ও খালা সুলতানা। শুক্রবার রাতে আব্দুর রহিমকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আব্দুর রহিম হত্যাকা-ের ঘটনায় তার মা রহিমা বেগম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ সাদ্দাম হোসেন আসিফকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির পাঁচগাঁও, মা রাজিয়াকে মাসদাইর ও খালা সুলতানাকে কাশীপুরের নরসিংপুর থেকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে মাসদাইর গুদারাঘাট এলাকায় রাস্তার ওপর বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুর রহিমকে কুপিয়ে ও গলা কেটে গুরুতর অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তারা। রূপগঞ্জে প্রতারক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৮ জানুয়ারি ॥ রূপগঞ্জে প্রতারক চক্রের মূল হোতা শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ভুলতা গাউসিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন মুড়াপাড়া ইউনিয়নের বাড়ৈপাড়ার মৃত আকবর আলীর ছেলে। রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃত শাখাওয়াত হোসেন হজে লোক পাঠানোর কথা বলে এবং বিভিন্ন লোকজনের সঙ্গে জমিসংক্রান্ত জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ধরনের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হয়।
×