ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিয়া-এরশাদ-খালেদা ধর্ম নিয়ে রাজনীতি করেছেন ॥ নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

জিয়া-এরশাদ-খালেদা ধর্ম নিয়ে রাজনীতি করেছেন ॥ নৌ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে জিয়া-এরশাদ-খালেদা পবিত্র ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি করেছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বার বার ধর্মকে ব্যবহার করেছে। তারা বলেছিল, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদে উলুধ্বনি শোনা যাবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে ১১ বছর ক্ষমতায় আছে। এর আগেও ১৯৯৬ সালে ৫ বছর ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকারে থাকাকালে কখনও কি আপনারা মসজিদে উলুধ্বনি শুনেছেন। আমরা কেউ শুনিনি। এটা মিথ্যা কথা। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য জিয়া-এরশাদ-খালেদার দল এসব কথা বলেছিল। আওয়ামী লীগ কখনও ধর্ম নিয়ে রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না। প্রতিমন্ত্রী শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ গহিমন নেছা দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন। মাদ্রাসার সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি স্থানীয় সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট উপস্থিত ছিলেন।
×