ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে অস্ত্রসহ সাত মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

সাভারে অস্ত্রসহ সাত মাদক বিক্রেতা গ্রেফতার

সংবাদদাতা, সাভার, ১৮ জানুয়ারি ॥ অস্ত্র ও ফেন্সিডিলসহ সাত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি দল। শনিবার সকালে সাভার থানাধীন আমিন বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ নাসিরুল ইসলাম, শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, সাইরন আলী, সাহাবুর ইসলাম, আবু সায়েম ও শামীম রেজা। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে আমিন বাজার এলাকার মমতাজ ফিলিং স্টেশনের সামনে মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৪ এর একটি একটি দল। এ সময় একটি ট্রাকের ভেতর থেকে ১৫শ’ বোতল ফেন্সিডিল, ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যূটার গান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ট্রাকসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। নওগাঁয় আইনগত সহায়তায় উঠান বৈঠক নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৮ জানুয়ারি ॥ শনিবার দুপুরে মান্দায় আইনগত সহায়তা সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভারশোঁ ইউনিয়ন পরিষদ চত্বরে ভারশোঁ ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম। ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজউল ইসলাম, সিনিয়র সহকারী জজ একরামুল কবীর ও গোলাম মোস্তফা, লিগ্যাল এইড কর্মকর্তা সাতিয়া মুনতাহা, জেলা জজকোর্টের পিপি আবদুল খালেক, মান্দা উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল হালিম, মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন প্রমুখ।
×