ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব

প্রকাশিত: ০৯:২৫, ১৯ জানুয়ারি ২০২০

চবি ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এ্যান্ড কলেজের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উৎসব শনিবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র‌্যাফেল ড্র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি ভিসি ড. শিরীণ আক্তার বলেন, আলোকিত মানুষই গড়ে তুলতে পারে একটি আলোকিত সমাজ, জাতি তথা রাষ্ট্র। মানুষকে সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান অনুষঙ্গ শিক্ষা, আর শিক্ষা গ্রহণের প্রথম প্রাতিষ্ঠানিক ধাপ হচ্ছে বিদ্যালয়। উত্তর চট্টগ্রামের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে সগৌরবে নিরবচ্ছিন্নভাবে আলোকিত মানবসম্পদ উৎপাদনের কাজটি করে চলেছে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন, উক্ত স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শামসাদ বেগম চৌধুরী প্রমুখ। তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের নির্বাহী পরিষদের অভিষেক বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন, শাহবাগ, ঢাকায় ‘তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) (রেজিঃ নং-বি-১১৯৩)’ -এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে শপথগ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি এবং বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু (মুক্তিযোদ্ধা), কার্যকরী সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ (মুক্তিযোদ্ধা), সাধারণ সম্পাদক কে এম আযম খসরু, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ এইচএম মোতালেব এবং তিতাস বোর্ডের পরিচালক খান মঈনুল ইসলাম মোস্তাক, তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌঃ আলী মোঃ আল-মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনবারের নির্বাচিত তিতাস গ্যাস কর্মচারী ইউনিয় (সিবিএ) এর সভাপতি মোঃ কাজিম উদ্দিন। অনুষ্ঠানে নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দসহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×