ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ১৫ চোরাকারবারির আত্মসমর্পণ

প্রকাশিত: ০৯:২৫, ১৯ জানুয়ারি ২০২০

সাতক্ষীরায় ১৫ চোরাকারবারির আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাটি গ্রামের ১৫ জন চোরাকারবারি। তারা দীর্ঘদিন ধরে চোরাচালানের সঙ্গে জড়িত থেকে বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে পাচার করে আসছিলেন। এক বা একাধিক সিন্ডিকেট করে তারা চোরাচালানে নিজেদের জড়িয়ে রেখেছিলেন। এখন থেকে তারা ভিন্ন কর্মসংস্থান বেছে নেবেন বলে জানিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তারা নিজেদের উপলব্ধি এবং পুলিশের আহ্বানে শনিবার সদর থানা চত্বরে এসে আত্মসমর্পণ করেন। তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় তারা লিখিত অঙ্গীকার করেন। তিনি জানান তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। আত্মসমর্পণকারীরা হলেন গোবিন্দকাটি গ্রামের জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মোঃ আলাউদ্দিন, ফারুক হোসেন, বাবলুর রহমান, আলি হোসেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে কর্মীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মীরসরাই, ১৮ জানুয়ারি ॥ মীরসরাইয়ে জোরারগঞ্জের নাহার এগ্রোর সামনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক পল্লীবিদ্যুত কর্মীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আলমগীর হোসেন (৫০)। তিনি পল্লীবিদ্যুত সমিতি-৩ মীরসরাইয়ের লাইন টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। শনিবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে মীরসরাই পল্লীবিদ্যুত সমিতি-৩ মীরসরাই এর এজিএম শফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনে ডিশ কানেকশন ত্রুটি মেরামত করতে গিয়ে ২টি লাইনের মধ্যে ১টি লাইনে বিদ্যুত সরবরাহ থাকায় অসতর্কতাবশত হাত দিলে বিদ্যুতস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলে লাইন টেকনিশিয়ান আলমগীর হোসেনের মৃত্যু হয়।
×