ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও বরিশালে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:২৪, ১৯ জানুয়ারি ২০২০

রাজশাহী ও বরিশালে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মহানগরীর ডাশমারী সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত দুই শিশু হলো- মোঃ ফাহিম (৪) ও মোঃ ফারহান (৪)। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবার নাম মোঃ রানা। ফাহিম ও ফারহান সম্পর্কে মামাত-ফুফাত ভাই। নগরীর মতিহার থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, শনিবার সকাল ৯টার দিকে প্রথমে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এ সময় তারা দু’জনেই পানিতে তলিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা শিশু দুটিকে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দু’টিকে ভাসতে দেখে তারা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার উজিরপুর উপজেলার শোলক গ্রামে পানিতে ডুবে মামাত-ফুফাত দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মৃত শিশুর পরিববার সূত্রে জানা গেছে, শনিবার সকালে শোলক গ্রামের ওবায়দুল হক হাওলাদারের পুত্র আরাফাত ছানী (৫) ও মারিয়া আক্তার (৩) সবার অজান্তে খেলার ছলে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় আরাফাত ও মারিয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
×