ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকের সহযোগিতা

প্রকাশিত: ০৯:০৯, ১৯ জানুয়ারি ২০২০

ফেসবুকের সহযোগিতা

পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের পোলিও টিকা খাওয়ানো নিয়ে ব্যাপক নেতিবাচক প্রচারের ফলে দেশটিতে এখনও এই সমস্যা রয়ে গেছে। নেতিবাচক প্রচার দূর করতে কর্তৃপক্ষ এখন ফেসবুকের সহযোগিতা চেয়েছে। ফেসবুকের আঞ্চলিক পরিচালক রাফায়েল ফ্র্যাঙ্কনেল সম্প্রতি পাকিস্তান সফর করেন। পাক সরকারের অনুরোধে দেশটিতে পোলিও খাওয়ানো সম্পর্কিত সব নেতিবাচক মুছে ফেলা হবে বলে তিনি জানিয়েছেন। -এএফপি হংকং এক্সপ্রেসের দুঃখ প্রকাশ এক নারী বিমানযাত্রীকে জোর করে গর্ভধারণ পরীক্ষা করানোর পর দুঃখ প্রকাশ করেছে বিমানসংস্থা হংকং এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছিল নবেম্বরে। মিদোরি নিশিদা নামের ওই যাত্রী উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সাইপানে যাচ্ছিলেন। মিদোরি জাপানে জন্মগ্রহণ করলেও সাইপানে বেশিরভাগ সময় কাটিয়েছেন। মার্কিন টেরিটরি হওয়ায় অনেক নারী সন্তান জন্ম দেয়ার জন্য সাইপান ভ্রমণ করে থাকেন। উদ্দেশ্য, নবজাতক শিশুটি যেন মার্কিন নাগরিকত্ব পেতে পারে। এই উদ্দেশে মার্কিন অভিবাসন আইনে এখন পরিবর্তন আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। -বিবিসি
×