ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাবানলে পোড়া সিডনিতে স্বস্তির বর্ষণ

প্রকাশিত: ০৯:০৮, ১৯ জানুয়ারি ২০২০

দাবানলে পোড়া সিডনিতে স্বস্তির বর্ষণ

অস্ট্রেলিয়ায় মাসের পর মাস ধরে চলা ভয়াবহ দাবানলের মধ্যে এবার সবচেয়ে বড় শহর সিডনিতে স্বস্তি এনে দিয়েছে প্রবল বৃষ্টি। কয়েকমাস ধরে যার দেখা ছিল না, সেই কাক্সিক্ষত ঘনঘোর বর্ষার এমন রূপ দেখে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে ভেসেছে নগরবাসী। নিউইয়র্ক টাইমস। সেপ্টম্বর দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার বন-জঙ্গল। আগুনের বলয়ে আটকা পড়েছে বহু মানুষ। মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের। তাপমাত্রা সময়ে সময়ে অসহনীয় হয়েছে। দমকলকর্মীরা আগুনের সঙ্গে লড়াই করতে করতে হয়েছে ক্লান্ত-শ্রান্ত। খরায়, দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকও। অবশেষে বৃষ্টি থৈথৈ পানিতে চারদিক ভরিয়ে দিয়ে প্রতিটি মানুষকে আনন্দের বন্যায় ভাসিয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি এবং আশপাশের বিস্তীর্ণ এলাকাসহ উত্তর উপকূলের দাবানলে পুড়ে ছারখার হওয়া এলাকায় শুক্রবার বজ্রবিদ্যুতসহ ঝড়বৃষ্টি হয়েছে। ভিক্টোরিয়া এবং কুইসল্যান্ডেও দাবানলের আগুন নিভিয়ে দিয়ে ঝরেছে অঝোরধারার বৃষ্টি।
×