ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হবে ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৯:০৮, ১৯ জানুয়ারি ২০২০

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হবে ১ ফেব্রুয়ারি

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসির দিন পুনরায় ঘোষণা করা হয়। ভারতের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা নাকচ হয়ে যাওয়ার পরই ঠিক হয়েছে ধর্ষকদের ফাঁসি হবে ১ ফেব্রুয়ারি। ওইদিন ভোর ৬টায় একসঙ্গে চারজনকে ফাঁসি দিয়ে দেয়া হবে। এদিকে, নাকচ হয়ে গেছে অভিযুক্ত মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন। ফলে আর কোন আইনী বাধা থাকল না তাদের ফাঁসি কার্যকর করতে। বিনয় শর্মা, মুকেশ সিং, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তার ফাঁসি হওয়ার কথা ছিল ২২ জানুয়ারি। তবে প্রাণভিক্ষার আবেদন জানানোয় সেটা আটকে গিয়েছিল। কারণ প্রাণভিক্ষা মঞ্জুর করা হয়, নাকি খারিজ করা হয় তা নিয়ে অপেক্ষা করতে হয়েছিল। মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লী সরকার সেই পিটিশন খারিজ করে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিল। সন্ধ্যায় তা পাঠিয়ে দেয়া হয় রাষ্ট্রপতির কাছে। পিটিশন খারিজ করে দেয়ার প্রস্তাব করে ফাইলটি রাষ্ট্রপতির কাছে পাঠায় কেন্দ্র। -এনডিটিভি
×