ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিক্ষোভের জেরে লুভর জাদুঘরের ফটক বন্ধ

প্রকাশিত: ০৯:০৭, ১৯ জানুয়ারি ২০২০

বিক্ষোভের জেরে লুভর জাদুঘরের ফটক বন্ধ

ফরাসী সরকারের অবসরভাতা হ্রাসের পরিকল্পনার প্রতিবাদে কয়েক ডজন বিক্ষোভকারী শুক্রবার প্যারিসের বিখ্যাত লুভর জাদুঘরের প্রবেশদ্বার বন্ধ করে দেয় এবং এদিন এ উল্লেখযোগ্য ভবনটি বন্ধ রাখতে বাধ্য করা হয়। এপি। বিক্ষোভকারীরা পরে প্যারিসের উত্তরাঞ্চলে এক সান্ধ্য থিয়েটারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাড়া করে। ভিডিওতে দেখা যায় সেøাগান দিচ্ছে এবং কেউ কেউ থিয়েটারে প্রবেশের চেষ্টা করে। বিস্মিত পুলিশ তাদের থামাতে চেষ্টা করে। সংবাদে বলা হয়, ম্যাক্রোঁকে বহনকারী একটি কালো গাড়ি অবজ্ঞা ইঙ্গিত প্রকাশ করে দ্রুত চলে যায়। অবসরভাতা সংক্রান্ত এ পরিকল্পনার প্রতিবাদে শুক্রবার ছিল বিক্ষোভের ৪৪তম দিবস। লুভরে বিক্ষেভকারীদের মধ্যে জাদুঘরের কিছুসংখ্যক কর্মচারীও ছিলেন কোন কোন বিক্ষোভকারী স্লোগান দেয়, ‘জাদুঘরে রক্ষিত মোনালিসা ধর্মঘটে’। প্রায় ৩ হাজার লোক প্রতিদিন লুভর জাদুঘর পরিদর্শন করেন। সামাজিক মিডিয়ায় ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ পরিদর্শকরা নিরাশ হয়ে বিক্ষোভকারীদের প্রতি অবজ্ঞাসূচক ধ্বনি প্রকাশ করে।
×