ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ওকিনাওয়া থেকে মার্কিন ঘাঁটি সরাতে অর্থ ও সময় প্রয়োজন হবে

প্রকাশিত: ০৯:০৫, ১৯ জানুয়ারি ২০২০

ওকিনাওয়া থেকে মার্কিন ঘাঁটি সরাতে অর্থ ও সময় প্রয়োজন হবে

জাপানে একটি মার্কিন সামরিক ঘাঁটি দেশের দক্ষিণাঞ্চলে কম বসতিপূর্ণ এলাকা ওকিনাওয়া দ্বীপে সরিয়ে নিতে হলে প্রচুর অর্থ ও সময়ের প্রয়োজন হবে যা পূর্বের হিসাবের চেয়ে দ্বিগুণ দাঁড়াবে। কারণ, যে এলাকায় নৌঘাঁটিটি স্থাপন করার কথা সেখানে ভূমি অধিগ্রহণ নিশ্চিত করতে হবে। জাপান সরকার বুধবার এ কথা বলেছে। টাইম। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মার্কিন মেরিন কোর এয়ার স্টেশন ফুতেনমা অধিক জনসংখ্যা পূর্ণ জিনোয়ান থেকে ওকিনাওয়ার পূর্বাঞ্চলীয় উপকূল হেনওকোয় পুনর্প্রতিষ্ঠায় ব্যয় দাঁড়াবে ৯শ’ ৩০ বিলিয়ন ইয়েন (৮ দশমিক ৫ বিলিয়ন ডলার) এবং সময় লাগবে ১২ বছর। কাজ সম্পূর্ণ হবে ২০৩০-এর দশকে। এতে করে পরিকল্পনায় যে সময় ধরা হয়েছে তার চেয়ে এক দশকের অধিক সময় লেগে যাবে। স্থানীয় জনগণের বিরোধিতা ও অন্যান্য কারণে এর মধ্যেই ২০ বছরের বেশি সময় চলে গেছে। ২০১৩ সালে টোকিও ও ওয়াশিংটনের ঐক্যবদ্ধ পরিকল্পনায় নতুন নৌঘাঁটির ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩শ’ ৫০ বিলিয়ন ইয়েন (৩ দশমিক ২ বিলিয়ন ডলার) এবং সময় ধরা হয়েছিল ৫ বছর। প্রত্যাশা ছিল, এর নির্মাণ সম্পূর্ণ হবে ২০২২ সালের দিকে। বিশেষজ্ঞরা পরিকল্পিত জমি অধিগ্রহণে এলাকায় সমুদ্র তলদেশের অংশবিশেষ পরীক্ষা করে দেখতে পেয়েছেন তা অত্যন্ত নরম এবং স্থানটির ঘনত্ব বৃদ্ধি প্রয়োজন হবে। গবর্নর ডেনি তামাকিসহ ওকিনাওয়ার অনেক বাসিন্দা জমি অধিগ্রহণের বিরোধিতা করছেন এবং বলেছেন, ঘাঁটিটি এ দ্বীপ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে নিতে হবে। ওকিনাওয়ার ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতি দ্বীপ ও ওয়াশিংটন এবং টোকিওর মধ্যে দীর্ঘ সময় ধরে চলে আসা সংঘাতের উৎস হয়ে হয়ে রয়েছে। জাপানের কেন্দ্রীয় সরকার ২০১৮ সালের ডিসেম্বরে জোর করে ভূমি অধিগ্রহণের কাজ শুরু করে ওকিনাওয়ার বারবার প্রতিবাদ সত্ত্বেও।
×