ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমন প্রার্থী বেছে নিন যে জিততে পারবেন ॥ হিলারি

পরবর্তী লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন ডেমোক্র্যাটরা

প্রকাশিত: ০৯:০৪, ১৯ জানুয়ারি ২০২০

পরবর্তী লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন ডেমোক্র্যাটরা

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নমিনেশন লড়াই শুরুর পর অনুষ্ঠিতব্য প্রথম বিতর্কের জন্য ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি শুক্রবার এর বৈশিষ্ট্য ঘোষণা করেছে এবং মঞ্চে প্রতিনিধিদের ভিত্তিহীন প্রতিশ্রুতির প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিফলনের জন্য বলেছে। অন্যদিকে, হিলারি ক্লিনটন অমীমাংসিত মাঠপর্যায়ের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশীদের সম্মুখীন ডেমোক্র্যাটিক ভোটারদের জন্য এক পরামর্শে বলেছেন, যে প্রার্থীর বিজয়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আপনারা মনে করেন, তাকে ভোট দিন। এটি এমন এক ভোটাভুটি যেখানে এ ধরনের প্রভাব পড়বে। তাই, আপনারা সতর্কতার সঙ্গে ভোট দিন। কারণ, দিনশেষে তাই ঘটবে এবং তা জনপ্রিয়তা ভিত্তিক হবে না, হবে নির্বাচক মণ্ডলীভিত্তিক। এপি। মনোনয়ন প্রত্যাশীরা আগের মতো নিউ হ্যাম্পশায়ারে ম্যানচেস্টারে ৭ ফেব্রুয়ারির বিতর্কে অংশগ্রহণের জন্য এক ভোটাভুটির সম্মুখীন হবেন এবং তাদের তৃণমূল তহবিল গঠনের একটি সূচনা থাকতে হবে। যিনি প্রার্থী ডেমোক্র্যাটিক ন্যাশনাল কনফেডারেশনে অন্তত একজন প্রতিশ্রুতিশীল প্রতিনিধি পাঠাতে সমর্থ হবেন তিনি বিতর্কে অংশ নিতে পারবেন। আইওয়া রাজ্যে ডেস মোইনিসে জানুয়ারিতে বিতর্ক অনুষ্ঠানের জন্য একই ধরনের ভোটাভুটি ও তৃণমূল তহবিল সূচনার ওপর দলীয় কর্মকর্তাদের নির্ভর করতে হচ্ছে। প্রার্থীদের দল অনুমোদিত অন্তত ৪টি জাতীয় জরিপে ৫ শতাংশ আগাম ভোটাভুটি হবে এমন রাজ্যগুলোতে দুটি জনমত জরিপে ৭ শতাংশ ভোট পেতে হবে। জরিপগুলোর ফলাফল অবশ্যই ১৩ ডিসেম্বর থেকে ৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হতে হবে। তহবিল গঠনের শর্তানুযায়ী প্রার্থীদের অবশ্যই কমপক্ষে ২ লাখ ২৫ হাজার বিশেষ ডোনারদের কাছ থেকে তহবিল পেতে হবে। তাকে অন্তত ২০টি রাজ্যের প্রতিটি থেকে কমপক্ষে ১ হাজার ডোনার পেতে হবে। অষ্টম ডেমোক্র্যাটিক প্রচারে এ পর্যন্ত দলীয় কর্মকর্তারা ক্রমান্বয়ে জনমত জরিপ ও তহবিল গঠন বৃদ্ধি করেছেন। ডেস মোইনিসে বিতর্ক মঞ্চে ৬ প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ডার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স, ম্যাসাসুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও মিনিসোটার সিনেটর এ্যামি ক্লোবুচার, ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র পেটে বুটিগেগ ও ধনকুবের টম স্টেয়ারের ক্ষেত্র ছিল অত্যন্ত ক্ষুদ্র। ডেস মইনিসের বিতর্ক মঞ্চে ৬ প্রার্থীই আগামী মাসে বিতর্কের জন্য জনমত তৃণমূল তহিবল গঠন ব্যবস্থার সম্মুখীন হয়েছেন। ডেস মইনিসে বিতর্কে অংশগ্রহণে উপযুক্ত প্রমাণে ব্যর্থ ব্যবসায়ী এন্ড্রু ইয়ার কিছু প্রক্রিয়ার সম্মুখীন হলেও আগামী মাসের বিতর্কের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়ার সম্মুখীন হতে পারেননি। সেইন্ট এ্যানসেলম কলেজে ৭ ফেব্রুয়ারির বিতর্ক অনুষ্ঠানের উদ্যোগে রয়েছে এবিসি নিউজ ডব্লিউএমইউআর- টিভি ও এ্যাপেল নিউজ। বিতর্কটি অনুষ্ঠিত হবে আইওয়া ককাস ও হ্যাম্পশায়ারের ভোটাভুটির ৪ দিন পর। পরবর্তী বিতর্কটি অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি লাসভেগাসে।
×