ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতীয় স্কুল ফুটবলে মাত্র ৫২ স্কুল!

প্রকাশিত: ১১:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

জাতীয় স্কুল ফুটবলে মাত্র ৫২ স্কুল!

স্পোর্টস রিপোর্টার ॥ এক সময় কয়েক হাজার স্কুল নিয়ে অনুষ্ঠিত হতো জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু এ বছর পুরো দেশের মাত্র ৫২ স্কুল নিয়ে অনুষ্ঠিত হবে ক্ষুদে ফুটবলারদের এই ফুটবল যজ্ঞ। সোমবার থেকে দেশের আটটি ভেন্যুতে ৫২ জেলার ৫২টি স্কুল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। তবে স্কুলের সংখ্যা কম হওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, ‘হাজার হাজার স্কুল নিয়ে টুর্নামেন্ট করার এতবড় বাজেট আমাদের কাছে নেই। বাচ্চাদের স্কিল বাড়াতে ফুটবল খুবই প্রয়োজন। তাই আমাদের এই ব্যবস্থা।’ সোমবার ছয়টি ভেন্যু এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার বাকি ভেন্যুগুলোতে খেলা শুরু হবে। ভেন্যুগুলো হলো : নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম, দিনাজপুরের দিনাজপুর স্টেডিয়াম, বগুড়ার বীর মুক্তিযোদ্ধা মন্তাজউদ্দীন স্টেডিয়াম, পটুয়াখালীর এ্যাডভোকেট কাজী আবুল কাশেম পটুয়াখালী স্টেডিয়াম, ফরিদপুরের বাখুন্দা উপজেলা স্টেডিয়াম, হবিগঞ্জের জালাল স্টেডিয়াম, ফেনীর শহীদ সালাম স্টেডিয়াম ও মানিকগঞ্জের গরপাড়া সদর শেখ রাসেল মিনি স্টেডিয়াম। আট ভেন্যুর সেরা দল নিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলা। প্রত্যেকটি স্কুল অংশগ্রহণ ফি পাবে ১০ হাজার টাকা করে। প্রত্যেক ম্যাচের জয়ী দল তিন হাজার টাকা করে প্রাইজমানি পাবে। এছাড়া চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন দল একলাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা। এসব তথ্য জানান স্কুল ফুটবলের চেয়ারম্যান বিজন বড়ুয়া।
×