ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসেই গেল শেষের দিন!

প্রকাশিত: ১১:৪৬, ১৮ জানুয়ারি ২০২০

 এসেই গেল শেষের দিন!

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০১৯-২০২০ মৌসুমের নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি মহেন্দ্র সিং ধোনির। এমনিতে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে প্রায় ছয় মাস হলো আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাবেক অধিনায়ক। ক’দিন আগেই প্রধান কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন ধোনির সঙ্গে তার কথা হয়েছে, খুব দ্রুতই হয়তো ওয়ানডে থেকে অবসর নেবেন তিনি। বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, বাস্তবতা মেনেই সামনের দিকে তাকাতে হবে। এবার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান । ফলে এটা অনুমেয় যে ভারত জাতীয় দলে সাবেক বিশ্বজয়ী অধিনায়কের সময়টা হয়তো একেবারে ঘনিয়ে এসেছে। পরশু কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের পর অনেকে ধারণা করছেন ৩৯ বছর বয়সী ধোনি আসলে দেশের জার্সিতে শেষ ম্যাচটা বিশ্বকাপেই খেলে ফেলেছেন। উল্লেখ্য, কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে এতদিন তার বার্ষিক বেতন ছিল পাঁচ কোটি রুপী। টানা ১৫ বছর চুক্তিতে থাকার পর বাদ পড়লেন ধোনি। যিনি গত বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম বিসিসিআইয়ের উর্ধতন এক কর্মকর্তার নাম প্রকাশ না করে জানিয়েছে, ধোনি শেষ ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে আছেন। বিসিসিআইয়ের নিয়মানুযায়ী ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে থাকায় কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়নি এই ক্রিকেটারকে। ধোনি ২০১৪ সালের ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ টি২০ খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। আর সর্বশেষ ওয়ানডে ছিল বিশ্বকাপের সেমিফাইনাল। তাও জুলাই মাসে। কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও নির্বাচকরা সাদা বলের ক্রিকেটের জন্য ধোনিকে বিবেচনায় রাখবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা, ‘ধোনি কেন্দ্রীয় চুক্তিতে না থাকা মানে কিন্তু এমন নয় যে সে জাতীয় দলের জন্য বিবেচিত হবে না।’ এদিকে পরশুই ঝাড়খ-ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন ধোনি। তার মানে আসন্ন আইপিএলে নিজেকে প্রমাণ করে টি২০ বিশ্বকাপে জায়গা করে নিতে চান সাবেক অধিনায়ক। বিসিসিআইয়ের আরেক কর্মকর্তা প্রশ্ন তোলেন কেন ধোনিকে কেন্দ্রীয় চুক্তিতে রাখতে হবে? তার নাম বেশি বিকোয়ে বলে? ওই কর্মকর্তা হরভজন সিংয়ের প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘হরভজন তো ২০১৫-১৬ সালের পর থেকে আর খেলছে না। কই সে তো অবসরের ঘোষণা দেয়নি। কোন সাংবাদিক তো তার কাছে কিছু জানতে চায় না। মানুষ খবর ভালবাসে। আর ধোনির খবর বেশি চলে বলে এত কথা। ধোনি আর ওয়ানডে খেলবে না। তাকে কেন কেন্দ্রীয় চুক্তিতে রাখতে হবে?’ ওদিকে ধোনির পাশাপাশি চুক্তি থেকে বাদ পড়েছেন আমবাতি রাইডু, খলিল আহমেদ আর দীনেশ কার্তিকও। নতুন করে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল, নবদীপ সাইনি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, শ্রেয়াশ আইয়ার ও ওয়াশিংটন সুন্দর। নতুন চুক্তির মেয়াদ ২০১৯ সালের ১ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা চার ক্রিকেটার অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা ও পেসার জাসপ্রিত বুমরাহদের বার্ষিক বেতন সাত কোটি রুপী করে। আগের মতোই ‘এ’ গ্রেডে পাঁচ কোটি, বি-গ্রেডে তিন এবং সি-গ্রেডে বেতন এক কোটি।
×