ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর ৫৮ দিন

প্রকাশিত: ১১:০১, ১৮ জানুয়ারি ২০২০

 আর ৫৮ দিন

স্টাফ রিপোর্টার ॥ ক্রমেই ঘনিয়ে আসছে সময়। আজ ১৮ জানুয়ারি শনিবার। ঠিক ৫৮ দিন পর সারাদেশ ও বিদেশেও একযোগে মুজিববর্ষ উদ্যাপন শুরু হবে। মহান নেতার জন্মশতবার্ষিকী উপলক্ষে এখন চলছে জোর প্রস্তুতি। আগামী ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যে অসংখ্য উৎসব, অনুষ্ঠান, সভা, সেমিনার প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হবে। একইসঙ্গে বেশকিছু গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। সরকারী ও বেসরকারিভাবে এসব গ্রন্থ প্রকাশ করা হবে বলে জানা গেছে। বাংলা ও ইংরেজীতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মশতবার্ষিকী স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে। বঙ্গবন্ধুর ছবি স্কেচ ও আলোকচিত্র নিয়ে ‘শেখ মুজিব : লাইফ এ্যান্ড টাইমস’ শিরোনামে কফি টেবিল বই প্রকাশ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। ‘ব্রিফ বায়োগ্রাফি অব বঙ্গবন্ধু শেখ মুজিব’ শিরোনামে প্রকাশিত হবে আরেকটি বই। বিদেশী প্রকাশনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে জাতির জনকের ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’সহ কয়েকটি বই। একইভাবে প্রকাশিত হবে ইন্টেলেকচ্যুয়াল বায়োগ্রাফি, চিলড্রেনস মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের উক্তি ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতার সঙ্কলন। শেখ মুজিবের নির্বাচিত ভাষণ ইংরেজী ছাড়াও হিন্দী, উর্দু, ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ, আরবী, ফার্সি, স্প্যানিশ, রুশ, ইটালিয়ান, কোরিয়ান, জাপানীসহ ১২টি ভাষায় অনুবাদ করা হবে। প্রকাশ করা হবে মুজিব গ্রাফিক নভেলের এনিমেটেড ভার্সন। জাতির জনকের জীবনভিত্তিক এ্যালবাম প্রকাশ করা হবে। তারও আগে বাংলা একাডেমি থেকে এক শ’ মৌলিক বই প্রকাশের ঘোষণা দেয়া হয়েছিল। এখনও তেমন অগ্রগতি চোখে না পড়লেও, কাজ চলছে বলে জানিয়েছে একাডেমি সূত্র। এদিকে, এত এত বই প্রকাশ না করে মৌলিক চিন্তার প্রকৃত লেখকদের দায়িত্ব দেয়ার কথা বলছেন বিদগ্ধজনেরা। তাদের মতে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে অগণিত বই প্রকাশিত হয়েছে। এসব বই থেকে কোন অধ্যায় বাদ দিয়ে বা নতুন এক দুই পাতাজুড়ে দিয়ে অর্থের অপচয় হবে শুধু। তার চেয়ে সংখ্যায় কম হলেও, ভাল মানের মৌলিক প্রকাশনার দিকে সংশ্লিষ্টদের মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।
×