ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নুজহাত পূর্ণতার আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ১০:২৩, ১৮ জানুয়ারি ২০২০

  নুজহাত পূর্ণতার  আলোকচিত্র  প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ তরুণ আলোকচিত্রী নুজহাত পূর্ণতা। অর্ধশতাধিক আলোকচিত্র নিয়ে সাজিয়েছেন নিজের প্রথম আলোকচিত্র প্রদর্শনী। শিরোনাম ‘ইন বিটুইন বর্ডারস এ্যান্ড আদার পলিটিক্যাল কন্ট্রাকস্্’। শুক্রবার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ছয় নম্বর গ্যালারিতে শুরু হয়েছে দুদিনের এ আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক এবং কালেরকণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন আলোকচিত্রী নুজহাত পূর্ণতার বাবা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং মা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। উদ্বোধনী বক্তব্যে তোফায়েল আহমেদ বলেন, নুজহাত পূর্ণতার প্রদর্শনী দেখে আমি অভিভূত ও আনন্দিত। প্রদর্শনীর আলোকচিত্রগুলো আমার হৃদয় স্পর্শ করেছে। ছবিগুলো অনবদ্য। সে বিশে^র বিভিন্ন দেশের ছবি তুলেছে কিন্তু সে বাংলাদেশকে ভুলেনি। সে রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছে। সেখানকার মানুষের পোর্ট্রেট তুলেছে। যাতে ও নিজের সংবেদনশীলতার পরিচয় দিয়েছে। নুজহাত পূর্ণতা বলেন, সীমান্তরেখা মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করে। এটা মানুষের সৃষ্টি। কিন্তু দুপারের মানুষই দিনশেষে ভালবাসা দিতে ও নিতে চায়। সেই মানুষের কথাই আমি ছবিতে তুলে ধরতে চেয়েছি।
×