ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাড়ে ৬ কিমি লম্বা কেক!

প্রকাশিত: ১০:২২, ১৮ জানুয়ারি ২০২০

 সাড়ে ৬ কিমি  লম্বা কেক!

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় রাজ্য কেরলের ত্রিশূর এলাকার একটি বেকারি পৃথিবীর সবচেয়ে বড় কেক তৈরি করেছে। ওই বেকারিতে তৈরি করা হয় সাড়ে ৬ কিলোমিটার লম্বা একটি কেক। কেকটি তৈরিতে কাজ করেছেন দেড় হাজারের মতো শেফ। এত বিশাল আকারের কেকটি বানানোর জন্য তারা বেছে নেন ত্রিশূরের রাস্তা। সেখানে হাজার হাজার টেবিলের ওপর বসানো হয় চকোলেটের প্রতিটি স্তর। কেকটির ওজন হয় ২৭ হাজার কিলোগ্রাম (৫৯ হাজার পাঁচ শ পাউন্ড)। পুরো কেকটি চার ইঞ্চি (১০ সেন্টিমিটার) প্রশস্ত ও পুরু করা হয়। পুরো কেকটিতে ভ্যানিলার স্বাদ দেয়া হয়েছে। দেড় হাজার শেফ চার ঘণ্টা এক সঙ্গে কাজ করে তৈরি করেন কেকটি। এতে চিনি ও ময়দা লেগেছে ১২ হাজার কিলোগ্রামের মতো। বেকার্স এ্যাসোসিয়েশন কেরালা (বেক) আয়োজিত ইভেন্টটি দেখতে অনেক মানুষ ভিড় করেছেন। -ডয়েচে ভেলে
×