ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বকুলতলায় রসের মেলা

প্রকাশিত: ১০:২২, ১৮ জানুয়ারি ২০২০

 বকুলতলায় রসের  মেলা

স্টাফ রিপোর্টার ॥ শীত উপেক্ষা করে শুক্রবার সকাল থেকেই জড়ো হয়েছিলেন শাহবাগের চারুকলা অনুষদের বকুলতলায়। নাগরিক জীবনের মাঝে তারা খুঁজে নিয়েছেন গ্রামীণ আবহ। শহরে বসেই খেজুরের রসের সঙ্গে খই আর মুড়ি দিয়ে নাশতা করার সুযোগটি কাজে লাগিয়েছেন। নবমবারের মতো এ রসমেলার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন রঙ্গে ভরা বঙ্গ। মেলার উদ্বোধন করেন শিল্পী আবুল বারাক আলভী এবং মুক্তিযোদ্ধা ও সংগঠক শাহজাহান মৃধা বেনু। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বাংলা একাডেমির ফোকলোর বিভাগের পরিচালক শাহিদা খাতুন, ইউডার চারুকলা বিভাগের অধ্যাপক আলাউদ্দিন আহমেদসহ বিশিষ্টজনরা। সভাপতিত্ব করেন অধ্যাপক হায়াৎ মামুদ। হায়াৎ মামুদ বলেন, এই রসের উৎসবে যারা এসেছেন, তারা সকলেই গ্রাম-বাংলার স্মৃতিমাখা খেজুরের রসের টানে এখানে এসছেন। নিসার হোসেন বলেন, গ্রামাঞ্চলে এখনও খেজুর রসের উৎসব হয়। এই উৎসবে এসে ফেলে আসা শৈশবের কথা স্মরণ করি। একটা সময় এই রস ছিল অনেকের জীবিকা নির্বাহের মাধ্যম। তবে এখন আয়ের উৎস বেড়ে যাওয়ায় এটি কমে গেছে। শহরে এমন উৎসব বৃদ্ধি পেলে আমাদের জন্যই সেটি আরও ভাল হয়। শাহিদা খাতুন বলেন, আমরা আজ এই উৎসবে এসেছি শেকড়ের টানে। আমাদের বাঙালীয়ানার অনেক সমৃদ্ধ উপাদান আছে। শহুরীকরণের কারণে তা অনেকেই হারিয়ে যাচ্ছে। বাঙালীর উপকরণগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া এবং সংস্কৃতির সুরক্ষায় এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ।
×