ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহবাগ কন্ট্রোল রুমে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ১০:১৯, ১৮ জানুয়ারি ২০২০

  শাহবাগ কন্ট্রোল রুমে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ শাহবাগের বহুতল পুলিশ কন্ট্রোল রুমের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়া পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার মৃত্যু রহস্যজনক। তবে প্রাথমিক তদন্তে ওই পুলিশ সদস্য চার তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বেলা এগারোটার দিকে শাহবাগ পুলিশ কন্ট্রোল রুমের কাছে ঘটনাটি ঘটে। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, আচমকা তারা নিচে একটি বড় শব্দ শুনতে পান। ওপর থেকে তাকিয়ে দেখেন নিচে এক পুলিশ সদস্য আহত অবস্থায় পড়ে আছেন। প্রাথমিকভাবে ওই পুলিশ সদস্য চার তলা থেকে মাথা ঘুরে বা শারীরিক অসুস্থতার কারণে পড়ে গেছেন বলে ধারণা করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। দ্রুত তারা ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওপর থেকে পড়ে ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তবে তিনি কিভাবে পড়েছেন তা নিশ্চিত নয়। নিজেই লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন নাকি পড়ে গিয়ে মারা গেছেন নাকি তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করেছে তা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। পরে তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে পোস্টমর্টেম শেষে পুলিশ লাশ গ্রহণ করে। পুলিশের কল্যাণ শাখা ও ফোর্স বিভাগের উপকমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জনকণ্ঠকে জানান, পুলিশ সদস্যের লাশ গ্রহণ করার পর পুলিশের সার্বিক তত্ত্বাবধায়নে এ্যাম্বুলেন্সযোগে ঝিনাইদহের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। লাশের সৎকার করার জন্য নগদ ৪৫ হাজার টাকা দেয়া হয়েছে। নিয়মানুযায়ী নিহত পুলিশ সদস্য পর্যায়ক্রমে অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। নিহত পুলিশ সদস্য প্রায় তিন বছর ধরে ডিএমপিতে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি পিওএমের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) পুলিশ সদস্য হিসেবে কন্ট্রোলরুমে দায়িত্বরত ছিলেন। এ ব্যাপারে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আশিকুল হক ভূঁইয়া জনকণ্ঠকে জানান, ওই পুলিশ সদস্য চারতলা কন্ট্রোল রুমের চার তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তিনি পা নিচ দিকে দিয়ে সোজা লাফিয়ে পড়েন। এজন্য তার দুই পা ভেঙ্গে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান জনকণ্ঠকে জানান, নিহত পুলিশ সদস্যের নাম সুধাংশু কুমার বিশ্বাস (২৬)। তার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশের কল্যাণ শাখা কাজ করছে। তারা এ সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করতে পারে। তবে পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় ঢাকার শাহবাগ মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত করছে শাহবাগ মডেল থানা পুলিশ।
×