ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ১০ জন আহত

প্রকাশিত: ০৯:৪১, ১৮ জানুয়ারি ২০২০

 মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে ১০ জন আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকাগামী ও ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী যাত্রীবাহী দুই লঞ্চের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হিজলা থেকে রাত আটটার দিকে এমভি প্রিন্স আওলাদ-৪ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। অপরদিকে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশে এমভি টিপু-১২ নামের আরেকটি লঞ্চ যাত্রা করে। উভয় লঞ্চ মেঘনা নদীর আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী এলাকায় পৌঁছলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হয়। টিপু-১২ লঞ্চের বরিশালের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু-১২ লঞ্চের সুকানের চেন ছিঁড়ে যাওয়ায় সেটা মেরামত করা হচ্ছিল। বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে পরায় দুর্ঘটনার ঘটনা ঘটে। এর পূর্বে গত রবিবার গভীর রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছিল।
×