ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফতুল্লায় ছাগল চুরির অপবাদ দিয়ে ২ যুবককে নির্যাতনের হোতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪০, ১৮ জানুয়ারি ২০২০

  ফতুল্লায় ছাগল চুরির অপবাদ দিয়ে ২ যুবককে  নির্যাতনের  হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লায় ছাগল চুরির অপবাদ দিয়ে দুই যুবককে বাসা থেকে ডেকে এনে বর্বর নির্যাতনের ঘটনায় কুতুবপুরের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারকে (৫৫) পুলিশ গ্রেফতার করেছে। চলতি বছরের ১ জানুয়ারি তার নিজ কার্যালয়ে দুই যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সে পলাতক ছিল। শুক্রবার ভোরে রাজধানীর সূত্রাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা থানার ওসি মোঃ আসলাম হোসেন জানান, আলাউদ্দিন হাওলাদার মামলা দায়েরের পরপরই পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ঢাকার সূত্রাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি ছাগল চুরির অভিযোগে রাতুল ও নাঈম নামে দুই যুবককে ধরে আনা হয় কুতুবপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হাওলাদারের অফিসে। এখানে এই নেতার নির্দেশে তারই সামনে ওই দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়। বিচারে উপস্থিত থাকা একজন তার মোবাইল ফোনে নির্যাতনের চিত্র ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে নির্যাতনের ঘটনা নিয়ে ৯ জানুয়ারি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করলে শুরু হয় ব্যাপক তোলপাড়। ১০ জানুয়ারি নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারী রবিন ও ইউনূছকে গ্রেফতার করে।
×