ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফকিরহাট এলজিইডি অফিসে ২০ পদের ১২টিই শূন্য

প্রকাশিত: ০৯:৪০, ১৮ জানুয়ারি ২০২০

 ফকিরহাট এলজিইডি অফিসে ২০ পদের ১২টিই শূন্য

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ অধিকাংশ পদ শূন্য থাকায় উন্নয়ন কাজ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোন ফল পাওয়া যায়নি। যে কারণে প্রকৌশল দফতরটি এখন চলছে জোড়াতালি দিয়ে। অতিদ্রুত শূন্যপদ পূরণ করা না হলে উপজেলার চলমান উন্নয়ন কাজ মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে মোট ২০টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ১২টি পদ ধীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এত বড় একটি গুরুত্বপূর্ণ দফতরে এতদিন যাবৎ জনবল সঙ্কট থাকায় উপজেলার সচেতন মহলকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। জানা গেছে, মোট ২০টি পদের মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। পদগুলো হচ্ছে- উপজেলা প্রকৌশলী পদে ২জনের স্থলে ১জনের পদ শূন্য, উপসহকারী ৩ জনের ৩জনই শূন্য, হিসাবরক্ষক ১টি পদে ১জনই শূন্য, অফিস সহকারী ১টি পদে ১জনই শূন্য, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১টি পদ তাও শূন্য, কার্য সহকারীর ৫টি পদের মধ্যে ৩টি পদ শূন্য, নিরাপত্তা প্রহরীর ২টি পদের ২টিই শূন্য ও ইলেক্ট্রিশিয়ানের ১টি পদ তাও দীর্ঘকাল ধরে শূন্য রয়েছে। আর এসব গুরুত্বপূর্ণ পদ মাসের পর মাস শূন্য থাকায় উপজেলার সকল উন্নয়ন কাজ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। অতিদ্রুত শূন্যপদগুলো পূরণ করা না হলে উপজেলার চলমান সকল উন্নয়ন কাজ ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে।
×