ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইয়াবাসহ তিন রোহিঙ্গা নারী-পুরুষ আটক

প্রকাশিত: ০৯:৩৮, ১৮ জানুয়ারি ২০২০

 টেকনাফে ইয়াবাসহ  তিন রোহিঙ্গা  নারী-পুরুষ  আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গারা ইয়াবা সরবরাহ করতে নিত্যনতুন পন্থা অবলম্বন করে চলেছে। বৃহস্পতিবার রাতে টেকনাফে কোস্টগার্ড ও রামু চেইন্দা বাজার এলাকায় র‌্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবাসহ এক নারীসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে। টেকনাফের নাইটং পাড়ার ভাড়া বাসা থেকে ৯ হাজার ৫’শটি ইয়াবাসহ ছেনোয়ারা বানু (১৯) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে কোস্ট গার্ড। ছেনোয়ারা লেদা রোহিঙ্গা ক্যাম্প ২৪, ব্লক বি, বাড়ি ১৮ ঠিকানার মোঃ লাল মিয়ার মেয়ে। এ সময় ছমিরা বেগম (৩৫) নামের আরেকজন পালিয়ে গেছে। এদিকে রামু চেইন্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দশ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। আটকরা হচ্ছে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত হাফেজ আহমদের পুত্র সাইদ উল্লাহ (২৭) ও একই রোহিঙ্গা ক্যাম্পের মৃত ওয়াসের পুত্র মোঃ রফিক (২৩)। র‌্যাব সূত্রে জানা গেছে, রামু চেইন্দা খন্দকার পাড়া ডাঃ এস বি ধরের দোকানের সামনে পাকা রাস্তার ওপর কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করেছে জেনে র‌্যাব-১৫ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয়।
×