ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত: ০৯:৩৬, ১৮ জানুয়ারি ২০২০

 পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ॥ শুক্রবার বেলা ১১টায় পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন বাসযাত্রী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাজ্জাদ হোসেনের পুত্র জাহেদ হোসেন (৩৫), নোয়াখালী জেলার বাসিন্দা ওমর ফারুক (৪০) ও নিগার সুলতানা (২৫)। নিগার নিহত জাহেদের স্ত্রী। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায়। এতে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে আরিফ, বাপ্পি মুক্তা ও মিনু আকতার চমেক হাসপাতালে চিকিৎসাধীন। মীরসরাই নিজস্ব সংবাদদাতা মীরসরাই থেকে জানান, মীরসরাইয়ে বালুভর্তি মিনিট্রাকের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, করেরহাট থেকে যাত্রী নিয়ে অটোরিক্সাটি রামগড়ে যাওয়ার পথে বিপরীতমুখী মিনিট্রাকের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রামগড় থানার বাজার এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৮)। আহতদের মধ্যে একজন হলেন একই এলাকার হুমায়ুন কবিরের স্ত্রী চিকু বেগম। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পরেই ট্রাক এবং অটোরিক্সার চালক পালিয়ে যায়। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, সদর উপজেলার জামালপুরে সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম (২৭) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে । ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ মফিদার রহমান জানান, কৃষ্ণাপুর গ্রামের মংলুর ছেলে রফিকুল ইসলাম বৃহস্পতিবার রাত আটটার দিকে মোটরসাইকেলে শহর থেকে বাড়ি ফিরছিল। পথে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর ভাতারমারি ইক্ষু খামার এলাকায় পৌঁছলে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যায়।
×