ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের অগ্রগতি বিস্মিত করেছে ॥ ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশিত: ০৯:৩৫, ১৮ জানুয়ারি ২০২০

 বাংলাদেশের অগ্রগতি  বিস্মিত করেছে ॥ ভারতীয় সহকারী হাইকমিশনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ গত কয়েক দশকে অর্থনীতি, সামাজিক উন্নয়নসহ সামাজিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের এই অগ্রগতি সবাইকে বিস্মিত করেছে। আমরা চাই অগ্রগতির এ ধারাবাহিকতা বজায় থাকুক। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ উচ্চবিদ্যালয় মাঠে মাইজভান্ডারী একাডেমির উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। ত্বরিকা-ই-মাইজভা-ারীয়ার প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারীর পবিত্র ১১৪তম ওরশ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ আয়োজন। শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের উদ্যোগে মাইজভা-ারী একাডেমি এ আয়োজন করে। চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুদেশের সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতীয় সৈন্যরা প্রাণ দিয়েছেন। বাংলাদেশের প্রতি ভারতের সেই সহযোগিতার হাত এখনও প্রসারিত। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, ভারত-বাংলাদেশ উভয় দেশই সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। চট্টগ্রামের মাইজভান্ডার দরবার শরীফ অসাম্প্রদায়িক মিলনক্ষেত্র। এ দরবারের প্রবর্তক ছিলেন অসাম্প্রদায়িক। সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক এওয়াইএম জাফরের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. অঞ্জন কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিআরটিসির চেয়ারম্যান এহসানে এলাহী, কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।
×