ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রযুক্তি চুরি করতে গিয়ে আটক পাঁচ পাক ব্যবসায়ী

প্রকাশিত: ০৯:২৬, ১৮ জানুয়ারি ২০২০

প্রযুক্তি চুরি করতে গিয়ে আটক পাঁচ  পাক ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন পাকিস্তানের পাঁচ ব্যবসায়ী। রাওয়ালপিণ্ডির বিজনেস ওয়ার্ল্ডের পাঁচ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র পুলিশ গ্রেফতার করার পর কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ওই পাঁচ ব্যবসায়ী কানাডা, হংকং ও ইংল্যান্ডে থাকেন। আন্তর্জাতিক একটি চক্রের মাধ্যমে তারা পাকিস্তান এ্যাটমিক এনার্জি কমিশনকে বিভিন্ন দেশ থেকে প্রযুক্তি সরবরাহ করে আসছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এ্যাসিস্ট্যান্ট এ্যাটর্নি জেনারেল জন সি ডেমার্স বিবৃতি দিয়ে জানিয়েছেন, অভিযুক্তরা যুক্তরাষ্ট্রের এমন জিনিস চোরাচালান করেছেন, যা পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র চুক্তির পক্ষে বিপজ্জনক। তাদের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার এ্যাক্টে ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের হয়েছে। -আন্দবাজার পত্রিকা
×