ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের ইমপিচমেন্ট বিচার শুরু

প্রকাশিত: ০৯:২৫, ১৮ জানুয়ারি ২০২০

ট্রাম্পের ইমপিচমেন্ট বিচার শুরু

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ঐতিহাসিক ইমপিচমেন্ট (অভিশংসন) কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে দেশটির সিনেট। বৃহস্পতিবার সিনেটের এক শ’ সদস্য ট্রাম্পের বিরুদ্ধে বিচারে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার শপথ নেন। ইমপিচমেন্ট কার্যক্রমে এই এক শ’ সিনেটর জুরি হিসেবে কাজ করবেন। খবর ওয়াশিংটন পোস্ট, বিবিসি ও এএফপি অনলাইনের। মার্কিন সুপ্রীমকোর্টের বিচারপতি জন রবাটস তাদের শপথ পাঠ করান। শপথ নেয়া সিনেটররা সিদ্ধান্ত নেবেন ট্রাম্পকে ইমপিচ করা হবে কি হবে না। ২১ জানুয়ারি এ বিচার শুরু করার ঘোষণা দেয়া হয়েছে। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাস হয়। এরপরই তা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উচ্চকক্ষ সিনেটে আসে। শপথের পর রিপাবলিকান সিনেট নেতা মিচ. ম্যাককনেল বিচারপূর্ব প্রক্রিয়া মুলতবি করেন এবং আগামী মঙ্গলবার বিচার শুরু ঘোষণা দেন। ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং কংগ্রেসের কাজে বাধা দেয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। তবে ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করেছেন। শপথের সময় বিচারপতি জন রবাটস সিনেটরদের উদ্দেশে বলেন, আপনারা কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারবেন? আপনারা অবশ্যই যুক্তরাষ্ট্রের সংবিধান ও আইন মোতাবেক কাজ করবেন। সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন। এর আগে গত বুধবার প্রতিনিধি পরিষদে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির পর অভিশংসন সংক্রান্ত প্রস্তাব ও নথিপত্র সিনেটে পাঠানো হয়। ট্রাম্পের বিরুদ্ধে দুটি অভিযোগের পক্ষে ভোট পড়ে ২২৮ আর বিপক্ষে পড়ে ১৯৩ ভোট। সিনেট সার্জেন্ট অব আর্মস মাইকেল স্টেঞ্জার অভিশংসন বিচার প্রক্রিয়ার শুরুতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি পড়ে শোনান। এ সময় সিনেট কক্ষে উপস্থিত ছিলেন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রধান এ্যাডাম শিফসহ প্রতিনিধি পরিষদের সাত সদস্য। বিচার প্রক্রিয়ায় তারা কৌঁসুলি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সাত সদস্য হলেন প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটির প্রধান জেরল্ড নাডলার, নিউইয়র্কের বিচারক জেফ্রিস, ক্যালিফোর্নিয়ার জো লফগ্রেন, কলোরাডোর জেসন ক্রো, ফ্লোরিডার ভাল ডেমিংস এবং টেক্সাসের সিলভিয়া গার্সিয়া সিনেটের এ বিচারে বাদীর ভূমিকায় থাকবেন। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প প্রতিনিধি পরিষদে অভিশংসিত হন। এর আগে এ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটে উতরে যান। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ট্রাম্পও বিচারে জয়ী হয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য সিনেটের দুই-তৃতীয়াংশ ভোট লাগবে। সিনেটে ট্রাম্পের পক্ষে লড়াইয়ের জন্য প্রতিনিধি দলের ঘোষণা এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি। হোয়াইট হাউসের আইনজীবী প্যাট সিপোলোনি এবং জে সেকুলো এতে নেতৃত্ব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে গত বছরের ২৫ জুলাই মাসে টেলিফোনে আলাপচারিতা থেকে এই অভিশংসনের সূত্রপাত। অভিযোগ উঠেছে, এ সময় আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য তার ছেলে হান্টার বাইডেনের অতীত ব্যবসার ব্যাপারে তদন্তের জন্য জেলেনস্কিকে চাপ দেন ট্রাম্প। এক অজ্ঞাত হুইসেল ব্লোয়ারের এ ঘটনা প্রথম সামনে আসে। ট্রাম্প শুরু থেকেই তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিতে কংগ্রেসের পুরো বিচার প্রক্রিয়াকে ‘ধোঁকাবাজি’ হিসেবেও অভিহিত করেছেন তিনি। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা বুধবার কংগ্রেস ভবনে দলবদ্ধ হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিক ইমপিচমেন্ট আর্টিক্যাল সিনেটে উপস্থাপন করেন। ডেমোক্র্যাট সদস্যরা ঘটা করে আনুষ্ঠানিকভাবে প্রটোকলের মধ্য দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলাটির প্রক্রিয়া অব্যাহত রাখেন। বিষয়টি স্পীকার ন্যান্সি পেলোসির ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদ থেকে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেটে উপস্থাপন করা হয়। পেলোসি বলেন, প্রেসিডেন্ট তার পদের শপথ লঙ্ঘন করেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা ব্যাহত করেছেন এবং আমাদের নির্বাচনী সংহতি বিপর্যস্ত করেছেন।
×