ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ

প্রকাশিত: ১১:১৬, ১৭ জানুয়ারি ২০২০

শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার শ্যামলীতে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। প্রায় দুই ঘণ্টা পর দুপুর সাড়ে বারোটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শ্যামলীর ডায়নামিক গার্মেন্টসের শ্রমিকরা মিরপুর থেকে ফার্মগেটগামী সড়ক অবরোধ করেন। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে নাকাল হয়ে পড়েন নগরবাসী। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, গার্মেন্টসটির কয়েক শ’ শ্রমিক রাস্তায় নামেন। এতে ফার্মগেট পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। যার প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা চরম বিপাকে পড়েন। পরে তিনি গার্মেন্ট মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
×