ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফরিদপুর এক্সপ্রেসের নাম পরিবর্তন করে রাজবাড়ী

প্রকাশিত: ০৯:৩৫, ১৭ জানুয়ারি ২০২০

ফরিদপুর এক্সপ্রেসের নাম পরিবর্তন করে রাজবাড়ী

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৬ জানুয়ারি ॥ ফরিদপুর-রাজবাড়ী রুটে চলাচলরত ট্রেন ‘ফরিদপুর এক্সপ্রেস’র নাম পরিবর্তন করে আগামী ২৬ জানুয়ারি থেকে ‘রাজবাড়ী এক্সপ্রেস’ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দেই ‘ফরিদপুর এক্সপ্রেস’ থেকে এই রুটে চলাচলকারী ট্রেনটির নাম ‘রাজবাড়ী এক্সপ্রেস’ করা হচ্ছে বলে বাংলাদেশ রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী থেকে ফরিদপুর স্টেশন হয়ে ভাঙ্গা উপজেলা পর্যন্ত রেল চলাচল সম্প্রসারণ পথ সরেজমিনে পরিদর্শন করতে এসে তারা একথা জানান। এ সময় বাংলাদেশ রেলওয়ের চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট শহিদুল ইসলাম জানান, ‘ফরিদপুর এক্সপ্রেস’র নাম পরিবর্তনের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত নিজের পছন্দের। আমরা পাঁচটি নাম প্রস্তাব করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছিলাম। এর মধ্যে তিনি ‘রাজবাড়ী এক্সপ্রেস’ নামটি পছন্দ করেছেন। এ সময় রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দার, সরকারী পরিদর্শক অসীম কুমার তালুকদার, বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় ভূমি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, বিভাগীয় কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। উপস্থিত জনতা এ সময় ভাঙ্গা পর্যন্ত চালুর সিদ্ধান্ত নেয়া ট্রেনটি রাজবাড়ী থেকে সকাল ছয়টার পরিবর্তে ৭টায় ছাড়ার অনুরোধ জানান। অন্যথায় ট্রেনে যাত্রী সংখ্যা হ্রাস পাবে বলে তারা জানান। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ রাজেন্দ্র কলেজের অনার্স শাখা ও ইঞ্জিনিয়ারিং কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত হওয়ায় পুরাতন বায়তুল আমান স্টেশনে একটি স্টপেজ দেয়ারও অনুরোধ জানান। এ বিষয়ে স্থানীয়দের পক্ষ হতে লিখিত আবেদন করা হলে যাত্রীদের চাহিদার এসব বিষয় ভেবে দেখা হবে বলে রেল কর্মকর্তারা জানান।
×